সেই কারণে বাদকুল্লা ইউনাইটেড ক্লাবের এ বছর তৈরি করল কাশি বিশ্বনাথ মন্দিরের আদলে তাদের পূজা মণ্ডপ। যা দেখতেই ইতিমধ্যে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। রাস্তার পাশেই অবিকল কাশি বিশ্বনাথের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই পূজা মণ্ডপ। শুধু তাই নয় সম্পূর্ণ পূজা মণ্ডপে রয়েছে শামুক ও ঝিনুকের খোলসের নকশা করা সুন্দর কারুকার্য। মণ্ডপের সামনেই বসানো হয়েছে একটি শিব মূর্তি।স্বাভাবিকভাবে বেনারসের স্বাদ বাদকুল্লায় পেতে দুর্গাপুজোর এই পাঁচটা দিনে ভিড় জমিয়েছে গোটা জেলাবাসী।
advertisement
আরও পড়ুন: ফিরিয়ে দাও শৈশব! শিলিগুড়ির নবীন সংঘের পুজো মণ্ডপের অভিনব ভাবনা অবাক করবে!
উল্লেখ্য নদিয়া জেলার একাধিক জায়গায় দুর্গাপুজোয় বিশালাকার থিমের প্যান্ডেল তৈরি করা হয়। তার মধ্যে বাদকুল্লা অন্যতম। প্রতিবছর বাদকুল্লার বিভিন্ন ক্লাবে রীতিমতো প্রতিযোগিতা চলে থিমের পুজোর। আর তাই দেখতে ভিড় জমান গোটা নদিয়াবাসী। এ বছরও তার ব্যাতিক্রম হয়নি। পঞ্চমী থেকেই পুজো মণ্ডপগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। রাত বারোটার পরেও যেখানে অন্যান্য দিনগুলিতে রাস্তাঘাট থাকে শুনশান তবে পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের সমাগম আলোর রোশনাইতে সময় বোঝা দায়। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে দু বছর পর দুর্গাপুজোর উৎসবে মেতে উঠেছে আপামর বাঙালি।
Mainak Debnath