TRENDING:

Nadia News: বেড়েই চলেছে দুর্ঘটনা! পুলিশের উদ্যোগে সচেতনতামূলক বাইক মিছিল রানাঘাটে

Last Updated:

সাধারণ মানুষকে সতর্ক করতেই পুলিশের এই বাইক অভিযান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রানাঘাট: রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে চলছে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচি। দিনদিন পথদুর্ঘটনা বেড়েই চলেছে, পথচলতি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রানাঘাট ট্রাফিক জেলা পুলিশের উদ্যোগে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়। এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন রানাঘাট ট্রাফিক ডিএসপি দীপক অধিকারী ও শান্তিপুর ওসি ট্রাফিক তপন সাহা। এই মিছিলটি ঘোড়ালিয়া বাইপাস থেকে শুরু হয়ে শান্তিপুর মতিগঞ্জ মোড় পর্যন্ত চলে।
advertisement

প্রসঙ্গত, জেলায় নিত্যদিন খবর পাওয়া যাচ্ছে একাধিক পথ দুর্ঘটনার। কোথাও অসতর্কভাবে গাড়ি চালানোর জন্য প্রাণ যাচ্ছে পথচারীদের। কোথাও বা বিনা হেলমেটে মোটরবাইক আরোহী দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন। কখনো বা ওভারস্পিডের জন্যে হচ্ছে দুর্ঘটনা। এমনকী, নদিয়া জেলাবাসী সাক্ষী থেকেছে হাঁসখালির মতো ভয়ঙ্কর পথদুর্ঘটনারও। নতুন বছরে জেলায় একাধিক পথদুর্ঘটনা সামনে এসেছে। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্য জুড়ে চলছে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচি। এবার দুর্ঘটনা কমাতে উদ্যোগ নিতে দেখা গেল রানাঘাট ট্রাফিক পুলিশকে।

advertisement

আরও পড়ুন- ট্রেনে মেলেনা বসার জায়গা! রানাঘাট স্টেশনে যাত্রীদের রেল অবরোধ!

সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবার রানাঘাট ট্রাফিক জেলা পুলিশের উদ্যোগে আয়োজন করা হল একটি বাইক মিছিলের। মাথায় হেলমেট পরে বাইকের সামনে প্ল্যাকার্ড ঝুলিয়ে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচির আয়োজন করলেন রানাঘাট ট্রাফিক পুলিশেরা। এই বাইক র‍্যালিতে অংশ নিয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার্সরাও।

advertisement

View More

আরও পড়ুন- মেরুদন্ডের জটিল অস্ত্রোপচারে সফল! নজির গড়ল নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল

রানাঘাট ট্রাফিক ডিএসপি দীপক অধিকারী বলেন, 'আগামী দিনেও মানুষের মধ্যে সচেতনতা ফিরিয়ে আনতে এভাবেই আমরা সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করব।'

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বেড়েই চলেছে দুর্ঘটনা! পুলিশের উদ্যোগে সচেতনতামূলক বাইক মিছিল রানাঘাটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল