TRENDING:

Nadia News: এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালার ঢল

Last Updated:

শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে নদিয়ার মাজদিয়ায় অবস্থিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের পুজোয় উপচে পড়ল ভক্তদের ভিড়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: শ্রাবণ মাসকে ভোলে বাবার মাস বলে মনে করা হয়। এই মাসের প্রতিটি সোমবারে শিব ভক্তদের ঢল নামে বিভিন্ন বিখ্যাত শৈব তীর্থগুলিতে। এমনকি পাড়া, গ্রামের ছোট ছোট শিব মন্দিরগুলিতেও উপচে পড়ে ভক্তদের ভিড়। ৭ অগস্ট শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে ভিড় উপচে পড়ল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের পুজোয়!
advertisement

আরও পড়ুন: কাটা মাথার পর এবার হাতির কাটা পা উদ্ধার নদী থেকে! জারি রেড অ্যালার্ট

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ বললে হয়তো অনেকেই বুঝতে পারছেন না। এই মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গটি অবস্থিত নদিয়ার মাজদিয়ার শিবনিবাসে। শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে সেখানে ভক্তদের ভিড় লেগেই আছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পুজো দিতে ছুটে আসছেন শিব ভক্তরা। কেউ এসেছেন পায়ে হেঁটে, কাঁধে বাঁক নিয়ে আবার কেউ আসছেন বাইকে চেপে বন্ধুবান্ধবদের দল নিয়ে। রবিবার রাত থেকেই এখানে শিব ভক্তদের ভিড় জমতে শুরু করে দেয়।

advertisement

View More

শিবনিবাস মন্দিরটি ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কৃষ্ণগঞ্জ থানা এলাকায় অবস্থিত। নবদ্বীপের বিখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে এই শিবনিবাস মন্দিরের সম্পর্ক আছে। জানা যায়, শত্রুদের আক্রমণের হাত থেকে রক্ষা পেতে রাজা কৃষ্ণচন্দ্র একবার মাজদিয়ায় এসে আশ্রয় নিয়েছিলেন। তখনই তিনি এই শিবনিবাস মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সেই থেকে আজ পর্যন্ত ভক্তিসহকারে প্রতিবছর পুজো হয়ে আসছে এই মন্দিরে। বিশেষত শ্রাবণ মাসের প্রতি সোমবার ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। সমাজের একাধিক বিশিষ্ট মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা-নেত্রীরাও এই শিবনিবাস মন্দিরে এসে পুজো দিয়ে যান। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাস মন্দিরের জন্যে গর্বিত গোটা নদিয়াবাসী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সঙ্গীতশিল্পী এসডি বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের!কোন সম্পর্ক জড়িয়েছিলেন
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালার ঢল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল