Alipurduar News: কাটা মাথার পর এবার হাতির কাটা পা উদ্ধার নদী থেকে! জারি রেড অ্যালার্ট

Last Updated:

হাতির কাটা মাথা উদ্ধারের চার দিনের মাথায় আলিপুরদুয়ারের সংকোষ নদী থেকে উদ্ধার হল হাতির কাটা পা

আলিপুরদুয়ার: হাতির কাটা মাথা উদ্ধারের পর এবার সংকোষের জল থেকে মিলল হাতির কাটা পা। পরপর দুই ঘটনায় রীতিমতো হতভম্ব বনবিভাগ। চোরাশিকারীদের উৎপাত চরম জায়গায় গিয়ে পৌঁছেছে বলে পরিবেশবিদদের একাংশের দাবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হল রেড অ্যালার্ট।
এদিন সংকোষ থেকে ফের হাতির দেহাংশ উদ্ধারের পর ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় পুলিশ ও বনদফতর। হাতির কাটা মাথা উদ্ধারের চারদিনের মাথায় হাতির একটা কাটা পা পাওয়া গেল। বন দফতরের অনুমান, আগের হাতির দেহাংশ‌ই হবে এটি। গত শুক্রবার বিকেলে আলিপুরদুয়ার জেলার অসম সীমানার কাছে সংকোষ নদীতে একটি পূর্ণবয়স্ক হাতির কাটা মাথা ভেসে আসে। তার চার দিনের মাথায় এবার ওই একই নদীতে ভেসে এল হাতির কাটা পা।
advertisement
advertisement
সোমবার রাতে সংকোষ থেকে হাতির এই কাটা পা উদ্ধার হয়েছে। শুক্রবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত পূর্ব শালবাড়ির সংকোষ নদী থেকে হাতির কাটা মাথা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। নদীতে হাতির কাটা মাথা ভেসে থাকতে প্রথম দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই বন দফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভল্কা রেঞ্জের বনকর্মীদের খবর দেন। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতির কাটা মাথাটি উদ্ধার করে। এবার কাটা পা উদ্ধার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে এই কাটা পায়ের ময়নাতদন্ত করা হবে। এলাকাজুড়ে লাগু হয়েছে রেড অ‍্যালার্ট।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কাটা মাথার পর এবার হাতির কাটা পা উদ্ধার নদী থেকে! জারি রেড অ্যালার্ট
Next Article
advertisement
SD Burman: বিখ্যাত সঙ্গীতশিল্পী শচীন দেব বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের! কোন সম্পর্ক জড়িয়েছিলেন তিনি, জানুন সেই গল্প
সঙ্গীতশিল্পী এসডি বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের!কোন সম্পর্ক জড়িয়েছিলেন
  • শচীন দেব বর্মনের সঙ্গে জুড়ে রয়েছে মেদিনীপুরের সম্পর্ক

  • মেদিনীপুরের সঙ্গে আত্মীয়তার সম্পর্কে জুড়ে যান বিশ্ব বিখ্যাত এই কিংবদন্তি

  • শচীন দেব বর্মনের বোনের বিয়ে হয়, প্রত্যন্ত গ্রাম দাঁতনে

VIEW MORE
advertisement
advertisement