আরও পড়ুন: পাথরপ্রতিমায় সিড প্রসেসিং সেন্টার, উন্নতমানের বীজ ধান পাবেন কৃষকরা
শনিবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সকাল ১১ টা বেজে ৫০ মিনিট নাগাদ উৎক্ষেপণ হয় আদিত্য এল-১ এর। ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সূর্যের কাছাকাছি পৌঁছবে এই মহাকাশযানটি। ১২৭ দিন সময় লাগবে সূর্যের এল-১ পয়েন্টে পৌঁছতে। খুব কাছ থেকে আদিত্য এল-১ পর্যবেক্ষণ করবে সূর্যের সমস্ত গতিবিধি। সাক্ষী থাকবে সূর্যগ্রহণ, সৌরঝড় সহ সূর্যের নানাবিধ পরিস্থিতির। আর এই সমস্ত কিছুর ছবি তুলে ইসরোকে পাঠাবে সে।
advertisement
চন্দ্রযান-৩ এর সাফল্যের কদিনের মধ্যেই ইসরোর সূর্য অভিযানে খুশি দেশের প্রতিটি মানুষ। এই উপলক্ষে শান্তিপুর মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এদিন ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানায়। তার জন্য এই পড়ুয়ারা পিচবোর্ড দিয়ে তৈরি করে স্যাটেলাইট। ভারতের জাতীয় পতাকা নিয়ে আদিত্য এল-১ এর সাফল্য চেয়ে প্রার্থনা করে। এই উপলক্ষে শনিবার স্কুলে চন্দ্র, সূর্য এবং মহাকাশ সংক্রান্ত একটি কুইজ কম্পিটিশন আয়োজন করা হয়।
মৈনাক দেবনাথ