গৃহবধূর মা অভিযোগ করেন ওই তিন অভিযুক্ত তার মেয়েকে এলোপাতাড়ি কিল, চড়, ঘুসি, লাথি মারতে থাকে যার ফলে ওই গৃহবধূ পেটে ভীষণভাবে আঘাত পায়। এরপর তার চুড়িদার ছিঁড়ে দিয়ে তার গলায় থাকা সোনার চেন ছিনিয়ে পালাতে যায়। যার ফলে গুরুতর জখম হয় ওই গৃহবধূ। গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূকে ভর্তি করা হয় রানাঘাট হাসপাতালে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন। এরপরই গৃহবধূর মা অভিযুক্তদের নামে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
advertisement
আরও পড়ুনঃ সড়কপথে ভিসা চালু করার দাবিতে প্রতিবাদ গেদে সীমান্তে
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। প্রসঙ্গত বেশ কয়েকদিন আগেই সম্পূর্ণ হল কালীপুজো। কালীপুজোর বিসর্জনকে ঘিরে নদিয়ার কৃষ্ণনগরেও বচসা বাঁধে এবং সেই বচসার কারণেই মৃত্যু হয় এক যুবকের যিনি পেশায় দমকল কর্মী ছিলেন বলে জানা যায়। যদিও ইতিমধ্যেই ওই ঘটনার মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে বলে প্রশাসন সূত্রে খবর।
Mainak Debnath