TRENDING:

Nadia News: বেহুঁশ করে মামির শ্লীলতাহানি, অপমানে আত্মঘাতী মামা

Last Updated:

স্থানীয় সূত্রে খবর, গত ১৮ তারিখ পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে গৃহবধূর স্বামী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানাঘাট: গৃহবধূকে ব্ল্যাকমেইল করে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল তার আত্মীয়র বিরুদ্ধে। ঘটনাটি  নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর বলাইঘাটা কলোনির।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

জানা যায়, পাঁচ বছর আগে ওই গৃহবধূর বিবাহ হয় রানাঘাটের হবিপুরের এক বাসিন্দার সঙ্গে। দাম্পত্য জীবন বেশ সুখের ছিল তাঁর। ওই গৃহবধূর শ্বশুর বাড়ির পাশেই ছিল তার দূর সম্পর্কের ননদের বাড়ি। ওই ননদের বাড়িতে গৃহবধূর প্রায়ই যাতায়াত লেগে থাকত। বেশ কয়েক মাস আগে কিছু বিশেষ কারণে ওই গৃহবধূ তাঁর শ্বশুর বাড়ির পাশে তাঁর ননদের বাড়ি যান। ননদের পুত্র  তাঁকে কোল্ডড্রিংকস পান করতে দেয়। অভিযোগ, সেই কোল্ডস ড্রিংকস খাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই ওই গৃহবধূ জ্ঞান হারায়। এবং জ্ঞান ফিরলে অভিযুক্ত তাঁর নগ্ন ছবি মোবাইলে তুলে দেখায়,  হুমকি দেয় এই কথা জানাজানি হলে তার নগ্ন ছবি ভাইরাল করে দেবে।

advertisement

আরও পড়ুন: পুজোর আগে আর কত দিন বৃষ্টি চলবে কলকাতা ও অন্যান্য জেলায়, জানুন ওয়েদার আপডেট ও পূর্বাভাস

আরও পড়ুন: 'অপরাধ ক্ষমা করবেন...!' 'ত্রিপল-কাপড়' নিয়ে এবার মুখ খুললেন মনোরঞ্জন! যা বললেন বিধায়ক

View More

গৃহবধূর অভিযোগ, এরপর থেকে প্রায়ই অভিযুক্ত ওই গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। হুমকি দেয় এই কথা জানাজানি হলে তাকে এবং তার পরিবারকে খুন করার। বেশ কয়েকদিন আগে  গৃহবধূ আসতে অস্বীকার করে। এরপরেই আশিস হালদার ওই গৃহবধূর সমস্ত নগ্ন ছবি ভাইরাল করে দেয়। গৃহবধূ এর প্রতিবাদ করলে এবং  পরিবারের সদস্যদের জানালে অভিযুক্ত যুবকের পরিবার প্রাণে মারার হুমকি দেয়।

advertisement

স্থানীয় সূত্রে খবর, গত ১৮ তারিখ পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে গৃহবধূর স্বামী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। গৃহবধূর অভিযোগ, অভিযুক্ত যুবক এবং তার পরিবারের কারণেই তাঁর স্বামী মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন। গৃহবধূ ও তাঁর পরিবারের  অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
বারাসাতে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী! দেবী আসনে 'কৃষ্ণকালী', বাড়ি বসেই দর্শন করুণ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বেহুঁশ করে মামির শ্লীলতাহানি, অপমানে আত্মঘাতী মামা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল