জানা যায়, পাঁচ বছর আগে ওই গৃহবধূর বিবাহ হয় রানাঘাটের হবিপুরের এক বাসিন্দার সঙ্গে। দাম্পত্য জীবন বেশ সুখের ছিল তাঁর। ওই গৃহবধূর শ্বশুর বাড়ির পাশেই ছিল তার দূর সম্পর্কের ননদের বাড়ি। ওই ননদের বাড়িতে গৃহবধূর প্রায়ই যাতায়াত লেগে থাকত। বেশ কয়েক মাস আগে কিছু বিশেষ কারণে ওই গৃহবধূ তাঁর শ্বশুর বাড়ির পাশে তাঁর ননদের বাড়ি যান। ননদের পুত্র তাঁকে কোল্ডড্রিংকস পান করতে দেয়। অভিযোগ, সেই কোল্ডস ড্রিংকস খাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই ওই গৃহবধূ জ্ঞান হারায়। এবং জ্ঞান ফিরলে অভিযুক্ত তাঁর নগ্ন ছবি মোবাইলে তুলে দেখায়, হুমকি দেয় এই কথা জানাজানি হলে তার নগ্ন ছবি ভাইরাল করে দেবে।
advertisement
আরও পড়ুন: পুজোর আগে আর কত দিন বৃষ্টি চলবে কলকাতা ও অন্যান্য জেলায়, জানুন ওয়েদার আপডেট ও পূর্বাভাস
আরও পড়ুন: 'অপরাধ ক্ষমা করবেন...!' 'ত্রিপল-কাপড়' নিয়ে এবার মুখ খুললেন মনোরঞ্জন! যা বললেন বিধায়ক
গৃহবধূর অভিযোগ, এরপর থেকে প্রায়ই অভিযুক্ত ওই গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। হুমকি দেয় এই কথা জানাজানি হলে তাকে এবং তার পরিবারকে খুন করার। বেশ কয়েকদিন আগে গৃহবধূ আসতে অস্বীকার করে। এরপরেই আশিস হালদার ওই গৃহবধূর সমস্ত নগ্ন ছবি ভাইরাল করে দেয়। গৃহবধূ এর প্রতিবাদ করলে এবং পরিবারের সদস্যদের জানালে অভিযুক্ত যুবকের পরিবার প্রাণে মারার হুমকি দেয়।
স্থানীয় সূত্রে খবর, গত ১৮ তারিখ পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে গৃহবধূর স্বামী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। গৃহবধূর অভিযোগ, অভিযুক্ত যুবক এবং তার পরিবারের কারণেই তাঁর স্বামী মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন। গৃহবধূ ও তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
Mainak Debnath