তখনই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে সজরে ধাক্কা মারে, ঘটনাস্থলে মৃত্যু হয় দেবু ঘোষের। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় মানুষ এরপর খবর দেয় দেবু ঘোষের পরিবারকে। অন্য এক বন্ধুর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে নিয়ে যায় কল্যাণীর জে এন এম হাসপাতালে, এখনও হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এরপর দেবু ঘোষের মৃতদেহ উদ্ধার করে।
advertisement
আরও পড়ুনঃ কৃষ্ণগঞ্জে থানার মধ্যেই পুলিশ কর্মীদের ভাইফোঁটার আয়োজন
শুক্রবার শান্তিপুর থানায় এসে পৌঁছায় দেবু ঘোষের পরিবার, এরপর কান্নায় ভেঙে পড়ে। মৃতদেহটির ময়না তদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠানোর ব্যবস্থা করে শান্তিপুর থানার পুলিশ। তবে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় রীতিমতো কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের। কারণ একের পর এক পথ দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে একাধিক ব্যক্তির, প্রশাসনের একাধিক সচেতন বার্তা সত্ত্বেও এখনও পর্যন্ত কিছুতেই দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন।
Mainak Debnath