মোদী আমলে দ্বিতীয়বার নোট প্রত্যাহারের সিদ্ধান্তকে সমালোচনায় বিঁধতে সরব বিরোধীরা। ট্যুইটে সোচ্চার হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে এই নিয়ে সাধারণ ব্যবসায়ী হোক বা জনগণ কারোর কোন মাথাব্যথা নেই। নোট বাতিলের কোনও সুফলও তারা বুঝতে পারেনি। তবে নোট চালু রাখলে, তাদের ব্যাংকে যাওয়ার সময় নষ্ট বা হয়রানি হওয়ার থেকে বাঁচা যেত বলেই জামাচ্ছেন তারা।
advertisement
আরও পড়ুন: আরামবাগে আতঙ্ক! কালবৈশাখীর তাণ্ডবে উড়ে গেল পেট্রোল পাম্পের চাল! ভয়াবহ ভিডিও!
আরও পড়ুন:
গতকাল পর্যন্ত ব্যাংকে শুধুমাত্র জমা করার সময়সীমা ছিল, আজ থেকে নোট পরিবর্তন শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। চলবে আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত। যদিও ইতিমধ্যেই সাধারণ মধ্যবিত্ত এবং ছোটখাটো ব্যবসায়ীরা জানাচ্ছেন বাজারে খুব কম হয়ে এসেছে দু হাজারের নোট। যদিও বা থাকে তা ভাঙাতে তৎপর তারা। তবে সরকারি প্রতিষ্ঠান না হলেও, পেট্রোল পাম্প সহ ব্যাপক আর্থিক লেনদেনের প্রতিষ্ঠানগুলি নির্দ্বিধায় পূর্বের মতোই ২০০০ টাকার নোট নিয়ে চলেছেন। তারা জানাচ্ছেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৩০ মে পর্যন্ত এভাবেই স্বাভাবিক পরিষেবা দিয়ে যাবেন তারা।
Mainak Debnath