বাংলাদেশের দর্শনা থানা এলাকার মদনা গ্রামের বছর ৬৫টির মহিলা হাওয়া খাতুন নিজের চিকিৎসার জন্য বনগাঁ বর্ডার পার করে রানাঘাট স্টেশনে আসেন। কৃষ্ণনগরে তাঁর আত্মীয় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎই রানাঘাট স্টেশনে ওই মহিলাকে দুই যুবক জিজ্ঞাসা করে "মা আপনি কোথায় যাবেন, চলুন আমরা আপনাকে আপনার আত্মীয়র বাড়ি পৌঁছে দেব।"
এই বলে রানাঘাট স্টেশন থেকে ওই মহিলাকে ট্রেনে তোলে ওই দুই যুবক। এরপর মহিলার কাছ থেকে একটি ব্যাগ নিয়ে এক যুবক অন্য বগিতে চলে যায়, অন্য আরেক যুবক মহিলার কাছেই বসে থাকে। রানাঘাট থেকে ট্রেন ছেড়ে কালীনারায়নপুর পৌছাতেই দুই যুবক ট্রেন থেকে নেমে পড়ে। এরপরই সন্দেহ হয় ওই মহিলার। ট্রেন থেকে নেমে ওই দুই যুবককে জিজ্ঞাসা করে আমার ব্যাগ কোথায় গেল। যদিও যুবকেরা আশ্বস্ত করে ব্যাগ আমাদের কাছেই আছে আপনার চিন্তা নেই।
advertisement
এরপর অধিক রাত হয়ে যাওয়াতে ওই মহিলাকে ওই দুই যুবক নিয়ে আসে শান্তিপুর এলাকার একটি বাড়িতে। মহিলাকে যত্ন সহকারে রাতের খাবারের কথা বলে মহিদুল নামে এক যুবক। এরপর সকাল হতেই ওই মহিলা কৃষ্ণনগরের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আত্মীয়র বাড়িতে গিয়ে দেখে তার যেই ব্যাগে টাকা ছিল এবং বাংলাদেশের কিছু দামি শাড়ি ছিল সেগুলি কিছুই নেই।
আরও পড়ুনঃ তিতের জায়গায় ব্রাজিলের পরবর্তী কোচ কে, তালিকায় একাধিক বিদেশী হেভিওয়েটের নাম
মইদুল নামে ওই যুবককে ফোন করলে ওই যুবক সম্পূর্ণ অস্বীকার করে। বাংলাদেশের বাসিন্দা ওই মহিলার দাবি, তার ব্যাগে নগদ কুড়ি হাজার টাকা ও বাংলাদেশের কিছু দামি শাড়ি ছিল। সেগুলি ছিনতাই করে তার ব্যাগের মধ্যে কিছু পুরনো জামা কাপড় ঢুকিয়ে দেওয়া হয়, এরপরেই মাথায় হাত পড়ে যায় মহিলা হাওয়া খাতুনের। শান্তিপুর থানার অভিযোগ দায়ের করেছে মহিলা হওয়া খাতুন। সমস্ত ঘটনা ফোনে পরিবারকেজানিয়েছেন ওই বৃদ্ধা। তদন্ত শুরু করেছে পুলিস।
Mainak Debnath