তিতের জায়গায় ব্রাজিলের পরবর্তী কোচ কে, তালিকায় একাধিক বিদেশী হেভিওয়েটের নাম
- Published by:Sudip Paul
Last Updated:
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। তারপরই কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিতে। নেইমারদের নতুন কোচের তালিকায় একাধিক হেভিওয়েটের নাম।
advertisement
advertisement
advertisement
advertisement
সর্বশেষ যা আপডেট তাকে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা জিনেদিন জিদানকে দলের কোচ হিসেব পছন্দ ব্রাজিল ফুটবল কনফেডারেশনের। ফ্রান্সের কোচ হতে চলেছেন জিদান এমনটা শোনা গেলও এমবাপেদের হেডস্যার হিসেবে দিদিয়ের দেশঁ থেকে যাচ্ছেন। জিদান ২০২১ সালে রিয়াল ছাড়ার পর এখনওকোনও কোচিং করাননি। তাই জিদানকেই পাখির চোখ করেছে ব্রাজিল। ২০২৬ জিজুর হাত ধরেই দল ঘুড়ে দাঁড়াতে পারে বলে মনে করছেব ব্রাজিলের ফুটবল কর্তারা। যদিও জিদান এখনও কিছু জানাননি।
advertisement