আলোর রোশনাই ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা এই বিশেষ দিনটিতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সম্ভবত ইউরোপিয়ান সংস্কৃতির এই অনুষ্ঠান বাংলায় প্রথমবার পালন করা হল। রাজবাড়ী প্রাঙ্গণ সেজে উঠেছিল আলোক সজ্জার মধ্যে দিয়ে। মূলত পর্যটকদের প্রতি আকর্ষণ ও পর্যটন মানচিত্রে কাশিমবাজার রাজবাড়িকে আরও জায়গা করে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
advertisement
আরও পড়ুন: রাত বাড়তেই অর্পিতার আজব আবদার! ডিনারের লিস্ট শুনে তাজ্জব ইডি কর্তারা
অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন জেলার একাধিক বিশিষ্ট জন। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলা শাসক রাজশ্রী মিত্র, জেলা পুলিশ সুপার কে শবরী রাজ কুমার সহ জেলার একাধিক অতিথিবর্গ। নাচ গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।
কাশিমবাজার রাজবাড়ির গুগল লোকেসন:
রাজ আমলের সাজ পোশাক পরে মঞ্চ মাতালেন নামীদামী মডেলরা। সেই যুগের একাধিক ঐতিহাসিক ঘটনার নাট্যাভিনয়ের মাধ্যমে তুলে ধরা হল দর্শকদের সামনে। এদিনের বর্ণাঢ্য অনুষ্ঠানে জেলা শাসক সহ প্রশাসনিক অধিকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ির রাজ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে থাকতে পেরে আনন্দ প্রকাশ করেছেন সকলেই।
KOUSHIK ADHIKARY