TRENDING:

Women Dhakis in Durga Puja: মুর্শিদাবাদের মহিলা ঢাকিরা এবার সুরুচি সংঘের পুজোয়! ঢাক বাজাবেন একই পরিবারের ননদ-জা-বউরা

Last Updated:

Women Dhakis: ডাক পেয়েছেন সুরুচি সংঘের মণ্ডপে ঢাক বাজানোর। একই পরিবারের কেউ ননদ, জা, ছোট বউ, বড় বউ-সহ পরিবারের বিভিন্ন মহিলা সদস্যরা এই ঢাক বাজানোর পেশার সঙ্গে যুক্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: সুদুর মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রাম থেকে প্রায় ৫০ জন মহিলা ঢাকির দল রওনা দিচ্ছেন শহরের নামকরা পুজো সুরুচি সংঘে ঢাক বাজাতে। পুজো আসছে গুটি গুটি পায়ে। রাতের অন্ধকারে, শিশিরের গন্ধে। রাস্তায় সাজ সাজ রব কাশফুলে। বন্দনা শুরু হয়ে গিয়েছে পথে ঘাটে শহর হতে গ্রাম গঞ্জে। কাশফুল ফুটে ওঠা মানেই বাতাসে পুজো পুজো গন্ধ। দেবীর আগমণে সাজছে শহর।
advertisement

আরও পড়ুন: একাধিক ঘূর্ণাবর্ত, তবু আজ-কালের মধ্যেই পাল্টাবে আবহাওয়া! বর্ষাবিদায়ের আগে কোথায় কোথায় বৃষ্টি

বিভিন্ন ঢাকপাড়ায় ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ঢাকিরা প্রস্তুত শহরের বুকে পাড়ি দিতে। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারাও বাজাচ্ছে এখন ঢাক। সেরকমই এক মহিলা ঢাকিদের গ্রুপের খোঁজ মিলল মুর্শিদাবাদে। বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার লোহাদহ গ্রামে। এ ঢাকি গ্রুপ যে সে ঢাকি গ্রুপ নয়। তাঁরা বহু রথী মহারথীদের সঙ্গে ঢাক বাজিয়েছেন। টলিউডের বহু নায়ক, নায়িকা থেকে ক্রিকেটের মহারাজা থেকে নেতা মন্ত্রী এমনকি রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ঢাক বাজিয়েছে। তাঁদের পূর্ব পুরুষেরাও ছিলেন ঢাকির শিল্পী। এই মুহূর্তে তাঁদের চার পুরুষ একইসঙ্গে ঢাক বাজাচ্ছেন।

advertisement

View More

এবারেও তাঁরা ডাক পেয়েছেন সুরুচি সংঘের মণ্ডপে ঢাক বাজানোর। একই পরিবারের কেউ ননদ, জা, ছোট বউ, বড় বউ-সহ পরিবারের বিভিন্ন মহিলা সদস্যরা এই ঢাক বাজানোর পেশার সঙ্গে যুক্ত। প্রায় ৫০ জন ঢাকি শিল্পী এই ঢাক বাজাতে শহরের বুকে রওনা দেবেন। তারই এখন মহড়া চলছে জোর কদমে। তবে তাঁদের এভাবে বেড়ে ওঠার পিছনে রয়েছে বহু লড়াই, সংগ্রামের ইতিহাস। মহিলা ঢাক শিল্পী বলে শুনতে হয়েছে কটাক্ষ, অপমান। সেই সব লাঞ্ছনাকে উপেক্ষা করে বেড়ে উঠছেন তাঁরা। তবে পুজোর চারদিন পরিবার ছেড়ে শহরের বুকে রওনা দেন। অর্থ উপার্জন করে নিয়ে এসেই পরিবারের মুখে হাসি ফোটে। তবে সবাইকে ঢাক বাজিয়ে আনন্দ দিতে পেরে বেশ খুশি মহিলা ঢাকিরা।

advertisement

কৌশিক অধিকারী

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Women Dhakis in Durga Puja: মুর্শিদাবাদের মহিলা ঢাকিরা এবার সুরুচি সংঘের পুজোয়! ঢাক বাজাবেন একই পরিবারের ননদ-জা-বউরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল