পেশায় বিড়ি ঠিকাদার দৈনন্দিন লটারি কাটতেন। স্বপ্ন ছিল একদিন কোটিপতি হবেন। আর সেই কারণেই নিত্যদিন এই টিকিট কেটে থাকেন। তবে টিকিটের সংখ্যা মিলতেই কোটিপতি হতেই খুশি পরিবার সহ লটারি বিজেতা।লটারি বিজেতা গোলাপ সেখ জানান, আমি ৪২০ টাকার টিকিট কেটেছিলাম। দৈনন্দিন লটারি টিকিট কেটে থাকি।
আরও পড়ুন: মাছ ধরার জালে উঠে এলেন সোনার গোপাল ঠাকুর! ভাবের হাটে শোরগোল
advertisement
তবে দৈনিক আমার রোজগার ১০০০ টাকা। আর সেই টাকা থেকেই লটারি টিকিট কেটেছিলাম । আমি লটারি টিকিট কাটার কিছুক্ষণ পরে জানতে পারি কোটি টাকা পেয়েছি। আমার ৫জন ছেলে মেয়ে আছে। এই লটারির টাকাতে বাড়ি ঘর নতুন করে নির্মাণ করব। পাশাপাশি ছেলে মেয়েদের কে ভালো ভাবে মানুষ করব বলে আশা করি। এদিকে লটারিতে এক কোটি টাকা মিললেও হাজার হাজার পরিবার লটারির টিকিটের ফলেই বিধ্বস্ত হচ্ছে। ফলে স্বাভাবিক কারণেই লটারির টিকিট নিয়ে ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জনমানসে।
কৌশিক অধিকারী