আরও পড়ুনঃ কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
জানা যায়, হরিহরপাড়ার গোবিন্দপুরের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী মামনি বিবি ও তাঁর স্বামী মহিবুল মন্ডল ভোটকে গণনা কেন্দ্রে যাওয়ার সময় রাস্তায় আটক করে মারধর করে এবং চরচাকা গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ সিপিআইএমের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তলা অভিযোগ অস্বীকার করে সিপিআইএম নেতৃত্বরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ অশান্ত রাজ্য! গণনা কেন্দ্রে বিরোধীদের ঢুকতে বাধা, অভিযুক্ত তৃণমূল
ভোট শুরুর প্রায় এক মাস আগে থেকেই ফুটছে গ্রাম বাংলা। যেই উত্তাপের আঁচে পুড়েছে রাজ্যের আনাচ-কানাচ। গণতন্ত্রের বৃহত্তম উৎসব শুরুর আগে থেকেই মুড়ি-মুড়কির মতো লাশ পড়তে শুরু করেছিল একের পর এক। ভোটের দিন সেই মৃত্যুমিছিল যোগ হল আরও সংখ্যা! ফিরে এল ২০১৮ সালের সেই দুঃস্বপ্নের দিনগুলি। আর ভোটগণনার সেই ছবি। সকাল থেকেই ফের অশান্ত রাজ্যে। বহু জায়গাই ভোটগণনা কেন্দ্র করে শুরু হয়েছে অশান্তি।
কৌশিক অধিকারী