TRENDING:

WB Panchayat Election 2023: যত কাণ্ড মুর্শিদাবাদে! বোমার ঘায়ে জখম কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

Last Updated:

আহত হলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান৷ বোমার আঘাতে ডিউটিরত অবস্থায় আহত হন ওই জওয়ান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ পঞ্চায়েতে হিংসার শিকার একের পর এক মানুষ৷ লাঠালাঠি, গোলগুলি থেকে বোমাবাজি৷ উত্তপ্ত বাংলার বিভিন্ন প্রান্ত৷ বাদ নেই মুর্শিদাবাদও৷ জেলার একাধিক জায়গায় হিংসার ছবি৷ এবার আহত হলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান৷ বোমার আঘাতে ডিউটিরত অবস্থায় আহত হন ওই জওয়ান৷
যত কাণ্ড মুর্শিদাবাদে! বোমার ঘায়ে জখম কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
যত কাণ্ড মুর্শিদাবাদে! বোমার ঘায়ে জখম কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
advertisement

মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া সদানন্দপুর এলাকায় হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা৷ এই হামলায় আহত একাধিক জন। পাশাপাশি ভোট কেন্দ্রে ডিউটিরত অবস্থায় এবার আহত হলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

গুরুতর আহত অবস্থায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে নিয়ে যাওয়া হয়েছে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। আহতের নাম কে জ্যোতি বাবু (cisf)৷ আহত জওয়ানের বয়স ২৫ বছর বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: ছাপ্পা প্রতিবাদ, গণতন্ত্র জলে! মুর্শিদাবাদে ভোটে একের পর এক কাণ্ড! জানুন

আরও পড়ুন: কেমন চলছে মুর্শিদাবাদ জেলার DCRC সেন্টার! রাত পোহালেই ভোট

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইতিমধ্যেই মুর্শিদাবাদের আরও বেশ কিছু হিংসাত্বক ঘটনা সামনে এসেছে৷ নবগ্রামের নারায়ণপুর অঞ্চলের জলুখাবুতে তৃণমূলের অঞ্চল সভাপতি এনায়েত তুল্লা নিজে থেকে ছাপ্পা ভোট করে জোর করে এজেন্টকে বের করে। সে চলে যাওয়ার পর পুরো গ্রামের মানুষজন প্রতিবাদ জানিয়ে সমস্ত ব্যালোট বক্স এবং ব্যালট পেপার পুকুরে জলে ছুড়ে ফেলে দিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
WB Panchayat Election 2023: যত কাণ্ড মুর্শিদাবাদে! বোমার ঘায়ে জখম কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল