মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া সদানন্দপুর এলাকায় হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা৷ এই হামলায় আহত একাধিক জন। পাশাপাশি ভোট কেন্দ্রে ডিউটিরত অবস্থায় এবার আহত হলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
গুরুতর আহত অবস্থায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে নিয়ে যাওয়া হয়েছে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। আহতের নাম কে জ্যোতি বাবু (cisf)৷ আহত জওয়ানের বয়স ২৫ বছর বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: ছাপ্পা প্রতিবাদ, গণতন্ত্র জলে! মুর্শিদাবাদে ভোটে একের পর এক কাণ্ড! জানুন
আরও পড়ুন: কেমন চলছে মুর্শিদাবাদ জেলার DCRC সেন্টার! রাত পোহালেই ভোট
ইতিমধ্যেই মুর্শিদাবাদের আরও বেশ কিছু হিংসাত্বক ঘটনা সামনে এসেছে৷ নবগ্রামের নারায়ণপুর অঞ্চলের জলুখাবুতে তৃণমূলের অঞ্চল সভাপতি এনায়েত তুল্লা নিজে থেকে ছাপ্পা ভোট করে জোর করে এজেন্টকে বের করে। সে চলে যাওয়ার পর পুরো গ্রামের মানুষজন প্রতিবাদ জানিয়ে সমস্ত ব্যালোট বক্স এবং ব্যালট পেপার পুকুরে জলে ছুড়ে ফেলে দিয়েছে।