আরও পড়ুনঃ পঞ্চায়েতের ঘোষণার পরেই তৃণমূলের ছক্কা! যুযুধান বিরোধী শিবির থেকে দলে দলে শাসক-দলে যোগ, কী এমন হল?
জানা গিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। যদিও বহরমপুর ও জঙ্গিপুর সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরে কোন প্রার্থী মনোনয়ন জমা দেয়নি৷ তাই প্রার্থীর নাম ফাঁকা রেখেই মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের নগর, কান্দি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের দেওয়াল লিখন শুরু করল শাসক দল তৃণমূল কংগ্রেস৷
advertisement
খড়গ্রাম ব্লকের কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে নগরে দেওয়াল লিখনের মধ্যে এলাকায় প্রচার শুরু করেন খড়গ্রাম ব্লক তৃণমূল সভাপতি সামশের আলি মোমিন। অন্যদিকে, কান্দিতে বহরমপুর তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যান অপূর্ব সরকার তিনিও দেওয়াল লিখন কর্মসূচিতে হাত লাগিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের চতুর্থ দিনে তৃণমূলের প্রচার অভিযান শুরু হয়েছে বলেই দলীয় নেতৃত্বরা জানিয়েছেন। শুধু কান্দি বা খড়গ্রাম ব্লকে নয় আজ থেকে জেলার অন্যান্য প্রান্তেও দেওয়াল লিখন সহ প্রচার অভিযান শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে খুব শীঘ্রই দলীয় স্তরে ত্রিস্তরীয় পঞ্চায়েতের মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ করা হবে বলে জানা গিয়েছে।
কৌশিক অধিকারী