যখন রাজ্যে জুড়ে কোটি কোটি টাকা ব্যয়ে রাস্তা তৈরির কাজের প্রকল্প চলছে তখন ভগ্নদশায় ভুগতে থাকা গ্রামের নিজেদের অর্থ দিয়েই রাস্তা সংস্কারের উদ্যোগ নিল বেলডাঙা দুই ব্লকের কাশিপুর গ্রাম পঞ্চায়েতের ঝিকড়ি এলাকার বাসিন্দারা। ঝিকড়ি এলাকায় আড়াই কিলোমিটার মাটির রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
আরও পড়ুন ঃ বারাসাতের বিস্ফোরণের রাতেই ফের বিস্ফোরণ! কেঁপে উঠল ভরতপুর, কে ছিল ওই দু’জন?
advertisement
রাস্তাটি মাটির হওয়ার কারণে বর্ষা কালে বৃষ্টি হতেই কাদা জমতে শুরু করে। ফলে অত্যন্ত সমস্যায় পড়তে হতো গ্রামের বাসিন্দাদের। যাতায়াতের একমাত্র রাস্তা হওয়ার কারণে গ্রামের বাসিন্দাদের দাবি ছিল রাস্তাটি সংস্কার করে দেওয়ার। কিন্তু গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে বারবার অভিযোগ জানানো হলেও রাস্তা তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়নি বলেই অভিযোগ গ্রামবাসীদের।
নির্বাচনের সময়ে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই রাস্তা সংস্কার হয়না। যার কারণে দুই লক্ষ টাকা চাঁদা তুলে ইট ফেলে এই রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগ এই রাস্তা দিয়ে রোগীদের নিয়ে যেতে, এমনকী স্কুল কলেজে যেতেও সমস্যায় পড়তে হয়।
আরও পড়ুন ঃ দত্তপুকুর বিস্ফোরণে মুর্শিদাবাদ যোগ! সুতির একই পরিবারের ৫ জনের ছিন্নভিন্ন দেহ উদ্ধার, থমথমে গ্রাম
তাই প্রশাসন উদ্যোগী না হওয়ার কারণে নিজেরা দুই লক্ষ টাকা চাঁদা তুলে এই রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যদিও কাশিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান এই রাস্তার টেন্ডার হয়ে আছে। পঞ্চায়েত নির্বাচনের কারণে কাজ করা হয়নি। তবে খুব শীঘ্রই এই রাস্তার কাজ করা হবে।
কৌশিক অধিকারী