TRENDING:

Murshidabad: কেতুগ্রাম কাণ্ডে স্ত্রীর কব্জি কাটতে দুষ্কৃতীদের সাহায্য, ভরতপুর থেকে ধৃত ২

Last Updated:

স্ত্রীকে চাকরি করতে দেবে না, আর তার জেরেই স্বামীর চরম প্রতিহিংসা। কেটে নিলেন স্ত্রীর ডান হাত। ইতি মধ্যেই স্ত্রী আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভরতপুরঃ স্ত্রীকে চাকরি করতে দেবে না, আর তার জেরেই স্বামীর চরম প্রতিহিংসা। কেটে নিলেন স্ত্রীর ডান হাত। ইতি মধ্যেই স্ত্রী আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। পরবর্তীতে স্ত্রী রেণু খাতুনের অভিযোগের ভিত্তিতে শ্রীঘরে ঠাঁই হয়েছে স্বামীরও। কেতুগ্রামের এই কাণ্ডে সহযোগিতা করার অভিযোগে ধৃত আরও দুই ভাড়াটে দুষ্কৃতীকে গ্রেফতার করা হল মুর্শিদাবাদ জেলার ভরতপুর থেকে। বৃহস্পতিবার ভোর রাতে ভরতপুর থানার অন্তর্গত তালগ্রাম থেকে গ্রেফতার করা হয় দুইজনকে। বৃহস্পতিবারই দুপুরে কাটোয়া মহকুমা আদালতে তাদের পেশ করা হলে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন কাটোয়া মহকুমা আদালতের বিচারক। এদিন ধৃত আসরাফ আলি সেখ ও হাবিব রহমানকে দশ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে কাটোয়া মহকুমা আদালতে পেশ করেছিল পুলিশ। ধৃতদের ফের ১৫ জুন আদালতে পেশ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে জানা যায় স্ত্রীকে সবক শেখাতে স্বামী শের মহম্মদ, তার মাসতুতো ভাই চাঁদ মহম্মদের মারফত দুই দুষ্কৃতীকে ভাড়া করেছিল।
advertisement

ধৃত দুই দুষ্কৃতী জেরায় জানিয়েছে তারা আদৌ জানত না যে, স্ত্রীকে সবক শেখানোর কথা বললেও শের মহম্মদ স্ত্রীর কব্জি কেটে নেবে। ঘটনার পর রেণু খাতুনের চিৎকারে দুই দুষ্কৃতী ভয় পেয়ে এলাকা ছাড়ে। ঘটনার সময় চাঁদ মহম্মদ বাড়ির বাইরে পাহারা দিচ্ছিল। পাঁচ হাজার টাকার চুক্তি হলেও ধৃত দুই দুষ্কৃতী মাত্র পাঁচশ টাকা হাতে পেয়েছিল বলে পুলিশ সূত্রে জানা যায়।

advertisement

আরও পড়ুনঃ মর্মান্তিক! বহরমপুর ও ডোমকলে নদীতে তলিয়ে গেল চার পড়ুয়া

বৃহস্পতিবার ভরতপুর থানার পুলিশকে সাথে নিয়ে তালগ্রামে হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় দুইজনকে। ধৃতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভোরের দিকে পুলিশ আসে। বাড়ির ভেতর থেকে গ্রেফতার করা হয় ওই দুই জনকে। এই ঘটনার জেরে তারা বলেন, যে অন্যায় করেছে সে যেন শাস্তি পায়। তাঁরা আরও বলেন, ধৃতরা আগে ভিন রাজ্যে কাজ করত।

advertisement

View More

আরও পড়ুনঃ খড়গ্রামে সেলাই মেশিনের কাজ শিখে স্বয়ম্ভর হচ্ছেন মহিলারা

মাত্র এক সপ্তাহ আগে বাড়ি ফিরে এসেছিল। যদিও এই ঘটনার পর পরিবারের সদস্যরা বুঝতে পারছে না কিভাবে এই দুষ্কর্ম মূলক কাজের সাথে যুক্ত হল গ্রামের দুই যুবক। যদিও তাদের পরিবারের সন্তান এই ঘটনার সাথে যুক্ত নয়, কেও ফাঁসিয়েছে বলে দাবি পরিবারের।

advertisement

Koushik Adhikary

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: কেতুগ্রাম কাণ্ডে স্ত্রীর কব্জি কাটতে দুষ্কৃতীদের সাহায্য, ভরতপুর থেকে ধৃত ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল