ধৃত দুই দুষ্কৃতী জেরায় জানিয়েছে তারা আদৌ জানত না যে, স্ত্রীকে সবক শেখানোর কথা বললেও শের মহম্মদ স্ত্রীর কব্জি কেটে নেবে। ঘটনার পর রেণু খাতুনের চিৎকারে দুই দুষ্কৃতী ভয় পেয়ে এলাকা ছাড়ে। ঘটনার সময় চাঁদ মহম্মদ বাড়ির বাইরে পাহারা দিচ্ছিল। পাঁচ হাজার টাকার চুক্তি হলেও ধৃত দুই দুষ্কৃতী মাত্র পাঁচশ টাকা হাতে পেয়েছিল বলে পুলিশ সূত্রে জানা যায়।
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক! বহরমপুর ও ডোমকলে নদীতে তলিয়ে গেল চার পড়ুয়া
বৃহস্পতিবার ভরতপুর থানার পুলিশকে সাথে নিয়ে তালগ্রামে হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় দুইজনকে। ধৃতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভোরের দিকে পুলিশ আসে। বাড়ির ভেতর থেকে গ্রেফতার করা হয় ওই দুই জনকে। এই ঘটনার জেরে তারা বলেন, যে অন্যায় করেছে সে যেন শাস্তি পায়। তাঁরা আরও বলেন, ধৃতরা আগে ভিন রাজ্যে কাজ করত।
আরও পড়ুনঃ খড়গ্রামে সেলাই মেশিনের কাজ শিখে স্বয়ম্ভর হচ্ছেন মহিলারা
মাত্র এক সপ্তাহ আগে বাড়ি ফিরে এসেছিল। যদিও এই ঘটনার পর পরিবারের সদস্যরা বুঝতে পারছে না কিভাবে এই দুষ্কর্ম মূলক কাজের সাথে যুক্ত হল গ্রামের দুই যুবক। যদিও তাদের পরিবারের সন্তান এই ঘটনার সাথে যুক্ত নয়, কেও ফাঁসিয়েছে বলে দাবি পরিবারের।
Koushik Adhikary