স্থানীয় সুত্রে জানা যায়, মৃত যুবকদের নাম টিঙ্কু শেখ (৩১) এবং সাফিরুল শেখ (৩০)। টিঙ্কু শেখের বাড়ি ফরাক্কার ঘোলাকান্দি এলাকায়। সাফিরুলের বাড়ি ফরাক্কার আলীনগর গ্রামে। দুই যুবকের মৃত্যুর খবর আসতেই কার্যত কান্নার ভেঙ্গে পড়েছে পরিবার। শোকের ছায়া নেমে আসে গ্রামে।
আরও পড়ুন ঃ আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সোনার পদক জয় জেলার দুই কন্যার
advertisement
সুত্রের খবর, মাস খানেক আগে ফরাক্কা থেকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনামে, সীমান্দ্রি এনটিপিসি পাওয়ার প্লান্টে একসঙ্গে কাজে গিয়েছিলেন ফরাক্কার বিভিন্ন প্রান্তের ১৪ জন যুবক। অন্যান্য দিনের মতো কেবিলের কাজ করছিলেন তারা। এদিন দুপুরে কেবিল সেটিংস করছিলেন চারজন যুবক। কাজ করার সময়ে হঠাৎই মাটির অনেক উঁচু থেকে চারজন যুবক নীচে পড়ে যায় বলে জানা যায়।
কার্যত ঘটনাস্থলে মৃত্যু হয় টিঙ্কু শেখের। গুরুতর জখম অবস্থায় অন্ধ্রপ্রদেশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাফিরুল শেখ নামে আরও এক জনের মৃত্যু হয়। বাকি দু’জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায়। তারা সংসার চালাতে মাস খানেক আগেই ফরাক্কা থেকে বিশাখাপত্তনামে কাজে গিয়েছিল।
আরও পড়ুন ঃ শাসককে ঠেকাতে ফের রামধনু জোটেই ভরসা মুর্শিদাবাদে! পঞ্চায়েতের বোর্ড গঠনে এককাট্টা বিরোধীরা
দুই যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঘোলাকান্দি ও আলীনগর গ্রামে। দুই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের পরে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হবে বলে জানা যায়। তবে আগামী দিনে কীভাবে আর সংসার চালাবেন বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। ফলে প্রবল দুশ্চিন্তায় নিহতের পরিবার।
কৌশিক অধিকারী