ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। রবিবার রাতেই বহরমপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অন্যদিকে এই ঘটনার জেরে এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।
আরও পড়ুনঃ গ্রীষ্মে শরীর ঠান্ডা রাখতে তালশাঁসের জুড়ি মেলা ভার
advertisement
ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । রাজ্যে সরকারের পক্ষ থেকে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে। তবুও বর্তমান যুব সমাজ বিনা হেলমটে গাড়ি চালানোর জন্য বেড়েই চলেছে দুর্ঘটনা। যা ঘটল বহরমপুরে।
আরও পড়ুনঃ প্রাকৃতিক বিপর্যয় বা বন্যা থেকে কীভাবে বাঁচবেন?
সম্প্রতি মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে পথ নিরাপত্তা সপ্তাহের মধ্যে দিয়ে হেলমেট তুলে দেওয়া হয় বাইক চালকদের হাতে। কিন্তু তারপরেও ঘটে চলেছে এই দুর্ঘটনা।
Koushik Adhikary