বাংলার বহু জায়গায় তাপমাত্রা ৪২ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। এই পরিস্থিতিতে ভরদুপুরের প্রচন্ড তাপে ক্লান্ত পথচারীরা বড় কোনও গাছের তলায় গিয়ে আশ্রয় নেন। তবে এবার সেই সময়ই দেখা গেল এক ব্যতিক্রমী ছবি। শ্রান্ত, বিধ্বস্ত পথচারীরা গাছের তলায় আশ্রয় নিতেই লাঠি ছেড়ে এগিয়ে এলেন সাগরদিঘি থানার সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক প্রিয়তোষ সিং রাজপুত।
advertisement
আরও পড়ুন: পুড়ছে বাংলা, জলের হাহাকার ব্যান্ডেলে! তাই নিয়ে তর্জা শুরু তৃণমূল-বিজেপির
ট্রাফিক পুলিশের এই আধিকারিক সাগরদিঘির রতনপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর জলের পাউচ নিয়ে দাঁড়িয়ে পথ চলতি গাড়ি চালকদের হাতে তুলে দিলেন পানীয় জল। ছোট গাড়ি থেকে শুরু করে বড় ট্রাক-ডাম্পার, সকল চালকের তৃষ্ণা নিবারণের জন্য তাঁদের হাতে পানীয় জলের পাউচ তুলে দেন এই ট্রাফিক পুলিশ কর্মী।
এই প্রবল গরমে দুপুরে রাস্তায় না থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু ট্রাফিক পুলিশ কর্মীরা নিজেদের দায়িত্ব ও কর্তব্যে অবিচল। আর তাই তাপপ্রবাহের মাঝেই তাঁরা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি দিচ্ছেন। শুধু তাই নয়, যাতে পথচলতি গাড়িচালক ও পথচারীদের এই গরমে কোনও বিপদ না হয় তাই তাঁদেরকে নিয়ম করে পানীয় জলের পাশাপাশি ওআরএস খাওয়ানোর ব্যবস্থাও করছেন তাঁরা।
কৌশিক অধিকারী