মুর্শিদাবাদ জেলার সালার ব্লক থেকেই মনোনয়ন পত্রের প্রথম দিনেই উত্তেজনার খবর মেলে। দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয় সালার।তবে বর্তমানে অনেকটাই শান্ত আবহাওয়া সালারে।
হুমায়ুন কবীর জানান, নির্বাচন শান্তিপূর্ণ হোক, তৃণমূল কংগ্রেস দল অনেক শক্তিশালী মুর্শিদাবাদ জেলাতে। বিরোধীরা একসঙ্গে মনোনয়ন পত্র পেশ করছে, তবুও বিরোধীদের কোনও গ্রহণযোগ্যতা নেই। শান্তিপূর্ণ আবহাওয়ায় নির্বাচন সম্পন্ন হোক। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী যে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করবে। মানুষ তাদের মনের মতো ব্যক্তিকে ভোটে নির্বাচিত করবে। তাতে অশান্তি হওয়ার কোনও প্রয়োজন নেই। তবে ২০২১সালে বিধানসভা নির্বাচন হলেও কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন হয়েছিল । এবারের পঞ্চায়েত নির্বাচন তাই হবে।
advertisement
আরও পড়ুন: হাওড়ায় ঘুরছিলেন এক মহিলা, সঙ্গে সাইড ব্যাগ! তাতে যা ছিল, চমকে উঠল গোটা এলাকা
রাজনীতিতে মারামারি করে জোর খাটিয়ে নির্বাচিত হওয়া যায় না। নির্বাচনে জয়ী হতে গেলে মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে হয়। মানুষের কী চাহিদা, তা গুরুত্ব দিতে হয়। সেই সব নেতাকে মানুষ মনের মণিকোঠায় জায়গা দেয়।
আরও পড়ুন: আমজনতার জন্য বিরাট সিদ্ধান্ত কলকাতা পুরসভার, পুজোর আগেই বন্ড আসছে বাজারে!
তবে হুমায়ুন কবীর এও বলেন, মুর্শিদাবাদ জেলাতে প্রত্যক ব্লকে মানুষ যেন পঞ্চায়েত দখল করার জন্য মারামারি বা খুনোখুনিতে না জড়িয়ে পড়ে। শান্তিপূর্ণ ভাবে মানুষের সমর্থন নিয়ে তৃণমূলকে জয়ী হতে হবে।
—– কৌশিক অধিকারী