আরও পড়ুন: বর্ষা এলেও বৃষ্টি নেই তেমন! জলের অভাবে পাট পচাতে সমস্যায় কৃষকরা
ভারী বৃষ্টি না হওয়ার কারণেচরম দুর্ভোগে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া, ডোমকল ও কান্দি ব্লকএলাকার পাট চাষীরা। হরিহরপাড়া ও কান্দি ব্লকে মুলত পাট চাষের ওপর নির্ভরশীল পাট চাষীরা । কান্দির জীবন্তি, গোকর্ণ, পুরন্দরপুর, আন্দুলিয়া সহ একাধিক এলাকার প্রায় হাজার হাজার বিঘা জমিতে পাট চাষ করা হয়। কিন্তু বৃষ্টির অভাবে জমিতেই শুকিয়ে যাচ্ছে সমস্ত পাট। পাট চাষীরা জানাচ্ছেন, পাট চাষের পর পাট গাছ কোনও জলা জায়গায় ডুবিয়ে পচানো হয়। তারপর সেই পচা পাট থেকে আঁশ বের করে তন্তু করা হয়। কিন্তু ভরা বর্ষাতেও বৃষ্টির দেখা নেই, পাট জাগ দেওয়া নিয়ে অত্যন্ত সমস্যায় পড়েছে চাষিরা।
advertisement
ফলে ক্ষতির সম্ভাবনা দেখে দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে পাট চাষিদের। তাছাড়া জলের অভাবে ধানও চাষ করতে পারছেন না, আমন ধান চাষিরা। সরকারি সাহায্যের আবেদন। তবে জেলা কৃষি দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যাপ্ত পরিমাণে এখনও বৃষ্টি নেই। ফলে পাট চাষীরা সমস্যায় পড়েছেন এটা স্বাভাবিক। কারণ যতটা পরিমাণ বৃষ্টি ও জল দরকার তবেই পাট পচানোর কাজ করা হয়ে থাকে। কিন্তু বৃষ্টির না হওয়ার ফলে সমস্যা আছে এটা বাস্তব।তাই চাষীদের এখন দাবি, শ্রাবণের শুরুতেই হোক বর্ষা। আসুক বৃষ্টি। তাহলে বাঁচবে এই পাটচাষ।
কৌশিক অধিকারী