TRENDING:

Viral Nagin Kanya|| এ কি আদৌ মানুষ! দেহ নেই, শুধু আছে মাথা, মুর্শিদাবাদের নাগিন কন্যা এল কোথা থেকে?

Last Updated:

Viral Nagin Kanya: আছে শুধু মাথা, নেই কোনও দেহ। আর তা দেখতেই প্রতিদিন বহু মানুষের ভিড় জমছে। নাম দেওয়া হয়েছে নাগিন কন্যা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ শুধু মাথা রয়েছে, কিন্তু দেহ নেই। আর তা দেখতেই প্রতিদিন বহু মানুষ ভিড় জমাচ্ছেন। আর তার নাম দেওয়া হয়েছে নাগিন কন্যা। রীতিমতো লাইন দিয়ে দেহ বিহীন মাথাওয়ালা ওই নাগিন কন্যাকে দেখতে মেলায় ছুটে আসছেন। অনেকে প্রণামও সেরে নিচ্ছেন অদ্ভূত কন্যাকে দেখে।
advertisement

তবে কী ভাবে সম্ভব? সকলেরই মনে আসছে সেই কথা। মাথা আছে, অথচ দেহ নেই। কীভাবে বেঁচে রিয়েছে সে? অদ্ভুত এই মেয়েকে ঘিরে উৎসাহী মানুষের আলোচনা চলছে মেলার নানা প্রান্তে। মেলায় ঢুকলেই দেখা যাবে, মাথা থাকলেও দেহ নেই এই মেয়ের। সাপের মতো শরীর। তার নাম দেওয়া হয়েছে 'মায়া'। 'নাগিন কন্যা' হিসেবে পরিচিত এই মেয়ে। সামান্য কিছু টিকিটের মূল্যের বিনিময়ে দর্শন মিলছে। অনেক মহিলাদেরও দেখা গেল মেলায় এসে নাগিন কন্যাকে দেখে প্রণাম ঠুকতে।

advertisement

আরও পড়ুনঃ পনেরো দিনের মেলায় হরেক চমক! চলছে নানা রকমের বিকিকিনি

আরও পড়ুনঃ মেরে পুঁতে দেওয়া হয়েছিল প্রেমিকের দেহ! সাত বছর পর কবর খুঁড়ে রহস্যভেদ, তার পর?

View More

শো-র দায়িত্বে থাকা এক ব্যক্তির জানিয়েছেন আসল সত্য। জানা গিয়েছে, আসলে মেয়েটি ছোট থেকেই পোলিও রোগে আক্রান্ত। ফলে তার মাথা থাকলেও শারীরিক গঠন ছিল একেবারেই ক্ষুদ্র। এরপর দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ের বাসিন্দা ওই মেয়েটিকে প্লাস্টিক সার্জারির মাধ্যমে সাপের মতো রূপ দেওয়া হয়েছে। আর বর্তমানে তাকে নিয়েই বিভিন্ন মেলায় ঘুরে শো করে চলছে উপার্জন। এই নাগিন কন্যাকে দেখতে, দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন।

advertisement

কেউ তাকে ভাবেন দেবতার অংশ, কেউ ভাবছেন ম্যাজিক। আর এ সবের মধ্যে দিয়েই এখন দেহ বিহীন মাথা বিশিষ্ট নাগিন কন্যাকে নিয়ে মজে মুর্শিদাবাদের মানুষ।

সেরা ভিডিও

আরও দেখুন
মায়ের 'আদেশে' ১ মাইলের মধ্যে হয় না কোনও পুজো! রহস্যে ঘেরা ৬০০ বছর পুরনো 'এই' কালীমন্দির
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Viral Nagin Kanya|| এ কি আদৌ মানুষ! দেহ নেই, শুধু আছে মাথা, মুর্শিদাবাদের নাগিন কন্যা এল কোথা থেকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল