Murshidabad: গ্রামীণ ঐতিহ্য ও পরম্পরার পাল তুলল ভৈরব! নৌকা বাইচের টানে দূরদূরান্ত থেকে ছুটে আসেন সকলে, নদীর দু'পাড়ে মেলা
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Boat Race: মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সুন্দলপুরের ভৈরব নদীতে প্রতিবছর নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী নৌকা দৌড় উপলক্ষে গ্রামে মেলাও বসে। আশেপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ দেখতে আসেন গ্রামীণ ঐতিহ্য ও পরম্পরার সাক্ষী এই নৌকা বাইচ।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: মুঠোফোন ছেড়ে গ্রামের পরম্পরা মেনে ৫০ বছর ধরে চলে আসছে নৌকা-বাইচ। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সুন্দলপুরের ভৈরব নদীতে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই নৌকা বাইচ উপলক্ষে গ্রামে মেলা বসে। এই সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেক দূর থেকে নৌকা নিয়ে বহু মানুষ আসে। আশপাশের বহু গ্রামের মানুষ নদীর দু’পাড়ে নৌকা বাইচ দেখতে ভিড় জমান। গ্রামের ঐতিহ্য বজায় রাখতে তাঁরাই মূলত এই বাইচে অংশগ্রহণ করেন।
গ্রামীণ ঐতিহ্য ও পরম্পরা বজায় রেখে বছরের পর বছর ধরে চলে আসছে সুন্দলপুরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এ বছর পঞ্চাশতম বর্ষে পদার্পণ করল এই ঐতিহাসিক নৌকা বাইচ।
আরও পড়ুনঃ মাত্র ১১ বছর বয়সে অনবদ্য কীর্তি! পুরুলিয়ার খুদে শিল্পী আয়ুষ্মান ‘বিশেষ জিনিস’ দিয়ে গড়েছে মা কালীর প্রতিমা, পুজো পাচ্ছে ঠাকুরঘরে
মুর্শিদাবাদ জেলার বহরমপুরে হরিহরপাড়া থানার সুন্দলপুর শান্তি সেবা ক্লাবের উদ্যোগে ভৈরব নদীর বুকে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর এই নৌকা বাইচ উপলক্ষে গ্রামে মেলার আয়োজন করা হয়। এক প্রান্তে হরিহরপাড়া সুন্দলপুর ফেরিঘাট ও অপর প্রান্তে ডোমকল ফতেপুর ঘাট – এই দুই ঘাটের মধ্যে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী নৌকা দৌড়। নৌকা বাইচ দেখতে আশপাশের বহু গ্রাম থেকে হাজারো মানুষ নদীর দুই তীরে ভিড় জমায়। গ্রামের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে স্থানীয় ক্লাব ও প্রতিযোগীরা এতে অংশগ্রহণ করেন প্রাণের টানে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কাউকে খালি হাতে ফেরান না মা! গ্রাম্য দেবী কীভাবে ডাকাত কালী হয়ে উঠলেন? জানুন হাড়হিম করা ইতিহাস
মূলত প্রাচীন প্রতিযোগিতা হল এই নৌকা বাইচ। নৌকা বাইচ হল নদীতে নৌকা চালনার প্রতিযোগিতা। তবে এখানে দাঁড় টানার কসরত ও নৌকা চালনার কৌশল দ্বারা বিজয় লাভের লক্ষ্যে আমোদ-প্রমোদমূলক প্রতিযোগিতা বোঝায়। একদল মাঝি নিয়ে এক একটি দল গঠিত হয়। এমন অনেকগুলো দলের মধ্যে নৌকা দৌড় বা নৌকা চালনা প্রতিযোগিতার নামই হল নৌকা বাইচ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বছর মোট ৮টি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে নওদার ছাতুমারা শ্যামনগর পঙ্খিরাজ দল, আর দ্বিতীয় স্থান দখল করেছে যুগ্ম নওদার সোনাটিকরি ও বাদশানগর বাদশা সুপার দল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
October 17, 2025 3:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: গ্রামীণ ঐতিহ্য ও পরম্পরার পাল তুলল ভৈরব! নৌকা বাইচের টানে দূরদূরান্ত থেকে ছুটে আসেন সকলে, নদীর দু'পাড়ে মেলা