TRENDING:

অলৌকিকভাবে চলে আসে এঁচোড়, মায়ের 'আদেশে' ১ মাইলের মধ্যে হয় না কোনও পুজো! রহস্যে ঘেরা সংগ্রামপুরের ৬০০ বছরের কালীমন্দির

Last Updated:

Kali Puja 2025: সংগ্রামপুর গ্রামে ছয় শতাব্দীর ঐতিহ্য বহনকারী এক কালীমন্দিরকে ঘিরে আজও জীবন্ত এক প্রাচীন বিশ্বাস। এই মন্দিরের এক মাইলের মধ্যে অন্য কোনও কালীপুজো হয় না। প্রজন্মের পর প্রজন্ম ধরে এমনই অটুট রীতি চলে আসছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ ছ’শো বছরের ঐতিহ্য, সংগ্রামপুরের একমাত্র কালীপুজো। রাজার আদেশে আজও টিকে আছে প্রথা। বসিরহাটের সংগ্রামপুর গ্রামে ছয় শতাব্দীর ঐতিহ্য বহনকারী এক কালীমন্দিরকে ঘিরে আজও জীবন্ত এক প্রাচীন বিশ্বাস। এই মন্দিরের এক মাইলের মধ্যে অন্য কোনও কালীপুজো হয় না। প্রজন্মের পর প্রজন্ম ধরে এমনই অটুট রীতি চলে আসছে।
advertisement

লোককথায় জানা যায়, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় এক রাতে দেবীর কাছ থেকে স্বপ্নাদেশ পান। সেই আদেশ মেনে তিনি এই মন্দির নির্মাণের জন্য জমিদান করেন। রাজার উদ্যোগে গ্রামের মানুষ প্রথম কালীমন্দির তৈরি করেন। ছিল খড়ের চাল দেওয়া এক সরল দেবালয়। সময়ের সঙ্গে সঙ্গে ভক্তদের দান ও মন্দির উন্নয়ন কমিটির উদ্যোগে সেই সাধারণ মন্দিরই আজ পেয়েছে বর্তমানের স্থায়ী রূপ। তৎকালীন সময়েই বঙ্গোপসাগরের তীর থেকে আনা এক ব্রাহ্মণ পরিবারকে পুজোর দায়িত্ব দেওয়া হয়। সেই সময় থেকে আজ পর্যন্ত একই বংশের হাতে এই পুজো চলছে। এখানে পুজো শুরু হলে এক মাইলের মধ্যে অন্য কোনও পুজো হয় না। এটা মায়ের আদেশ বলে বিশ্বাস ভক্তদের।

advertisement

আরও পড়ুনঃ অলৌকিক…! এই দেবী মায়ের মন্দিরে নেই কোনও দরজা, কেন জানেন? জানুন বারাসাতের ডাকাত কালীর গায়ে কাঁটা দেওয়া গল্প!

প্রাচীন রীতি মেনে শ্যামাপুজোর দিন দেবীর ভোগে আজও পরিবেশিত হয় মটরের ডাল দিয়ে এঁচোড়ের তরকারি, কচুর মুখী ও চিংড়ি মাছের তরকারি, সঙ্গে সাদা ভাত। মায়ের উদ্দেশে নিবেদন করা হয় পাঁঠাবলির কাঁচা মাংসও। আশ্চর্য হলেও সত্যি, এই সময় এঁচোড়ের মরসুম না হলেও প্রতি বছর কোনও না কোনও ভক্ত মায়ের উদ্দেশে ঠিক এঁচোড় নিয়ে আসেন, যেন এক অলৌকিক টানেই আসে সেই অর্ঘ্য।

advertisement

View More

শ্যামাপুজোর আগের দিন দেবীর মূর্তিতে নতুন করে রঙ করা হয়। তবে ছয় শতাব্দী পেরিয়েও কখনও মূর্তির বড় কোনও সংস্কারের প্রয়োজন পড়েনি। শুধু প্রতিবছর রঙের পরশে দেবীর মুখাবয়বে সামান্য পরিবর্তন আসে। শ্যামার চক্ষুদান হয় সকালে, শিল্পী আঁকেন দেবীর নয়ন, পুরোহিতরা করেন দৃষ্টিদান, তারপর সন্ধ্যায় শুরু হয় পুজো।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

একটি গ্রামের বিশ্বাস, এক রাজাদের দেওয়া প্রথা ও শতাব্দী ছুঁয়ে যাওয়া ঐতিহ্য- সব মিলিয়ে সংগ্রামপুরের কালীমন্দির আজও উত্তর ২৪ পরগনার এক জীবন্ত ইতিহাস। প্রতি বছর আলো-আঁধারির শ্যামারাত্রে এই গ্রামে জেগে ওঠে এক অদ্ভুত দেবভক্তির আবেশ, যেখানে প্রথাই পুজো, বিশ্বাসই ঐতিহ্য।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অলৌকিকভাবে চলে আসে এঁচোড়, মায়ের 'আদেশে' ১ মাইলের মধ্যে হয় না কোনও পুজো! রহস্যে ঘেরা সংগ্রামপুরের ৬০০ বছরের কালীমন্দির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল