কোভিড কাটিয়ে এবছর সরস্বতী পুজোতে মেতে উঠবেন সকলেই।হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্ ধর্মীয় উত্সব সরস্বতী পুজো।প্রতিবছরের মতো এবারও জ্ঞানের আলো ছড়াতে মর্ত্যে আসছেন দেবী শুক্লা। মৃৎশিল্পীরা ব্যস্ত প্রতিমা তৈরিতে। ইতিমধ্যেই বাঁশ, খড় ও কাঁদামাটি দিয়ে প্রতিমার কাঠামো তৈরি ও প্রলেপ দেওয়ার প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে রাত দিন এক করেই চলছে প্রতিমার রং থেকে চক্ষু দান।
advertisement
আরও পড়ুন: লাভই লাভ! বিকল্প আয়ের সন্ধানে মুক্তো চাষ, কম বিনিয়োগে বিরাট আয়
তবে প্রতিমার বায়না ঠিক মতো না হওয়ার জেরে চিন্তিত মৃৎ শিল্পীরা। মৃৎ শিল্পীদের কথায়,‘‘ সামনের সপ্তাহে সরস্বতী পুজো উপলক্ষ্যে প্রতিমা তৈরি করা হয়েছে। সারা বছর বিভিন্ন প্রতিমা তৈরি করে থাকি। এবার বিভিন্ন সাইজের সরস্বতী প্রতিমা তৈরি করা হলেও এখনও অর্ধেক প্রতিমা বায়না সম্পন্ন হয়নি। যার ফলে একটু চিন্তিত।’’
আরও পড়ুন: বাবা প্রধান শিক্ষক, নিয়োগপত্র জাল করে বাবার স্কুলেই ছেলের চাকরি, তুঙ্গে বিতর্ক
তবে এবছর প্রতিমার দাম একহাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রাখা হয়েছে। এও দাবি মৃৎ শিল্পীদের, প্রতিমা আগের থেকে যারা বায়না করছেন তারা অতিরিক্ত দাম দিতে রাজি নন। তার উপর আছে বিক্রিতে ভাটা । তাই বিক্রেতারা ঠাকুরের দাম বাড়াতেও পারছেন না ফলে লাভের কথা তো দুর, খরচ উঠবে কিনা সংশয়ে।
কোভিড মহামারি পরিস্থিতির পর এবছর বাঙালির অন্যতম ভ্যালেন্টাইন ডে তথা সরস্বতী পুজো মেতে উঠবেন আট থেকে আশি সকলেই। তবুও চিন্তিত কুমোরটলির মৃৎ শিল্পীরা।
কৌশিক অধিকারী