জানা গিয়েছে, প্রায় তিন কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে ৩৩লক্ষ টাকা। গ্রামের বাসিন্দাদের কথা মাথায় রেখেই চলছে এই রাস্তার কাজ। কিন্তু পুরোনো রাস্তার পিচ না তুলেই তার ওপর নতুন করে পিচ দেওয়া হয়েছে। সঠিকভাবে পিচ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন গ্রামের বাসিন্দারা। এই ঘটনার খবর পেয়েই সেখানে হাজির হন বিধায়ক আশিস মার্জিত। তিনি গিয়ে কাজ পরিদর্শন করেন। এবং কাজ নিম্নমানের হতে দেখেই কাজ বন্ধ করে দেন।
advertisement
আরও পড়ুন: বহরমপুরে পাইপ লাইনের কাজ চলার সময় ধস! মৃত্যু হল এক শ্রমিকের,জখম এক
খড়গ্রামের বিধায়ক আশীষ মার্জিত জানান, ‘এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই আমরা পরিদর্শনে এসে অবাক হয়ে যায়। যেখানে সরকারি ভাবে টাকা বরাদ্দ করা হয়েছিল সেখানে এত নিম্নমানের কাজ হচ্ছে। এলাকার জনপ্রতিনিধি হওয়ার কারনে আমি রাস্তার কাজ বন্ধ করে দেওয়া নির্দেশ দিয়েছি।‘ আগামী দিনে সঠিকভাবে সিডিউল মেনে কাজ করা হলেই কাজ শুরু হবে বলে জানান তিনি। যদিও সংশ্লিষ্ট কন্ট্রাক্টরের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি কোনও উত্তর দিতে চাননি।
কৌশিক অধিকারী