ঘরে ঢুকতেই দেখা যায়, আলমারী ভাঙা অবস্থায় পড়ে আছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে সোনার গয়না ও নগদ অর্থ চুরি করেছে দুস্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ প্রশাসন। কান্দি থানার আইসি সুভাষ ঘোষের নেতৃত্বে পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তাও খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।
advertisement
আরও পড়ুন: Alipurduar News: পুজোর মুখে জমছে না হাট, চিন্তায় আলিপুরদুয়ারের ব্যবসায়ীরা
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সামনেই ছেলের বিয়ে থাকায় সোনার গয়না ও টাকা মজুত করে রাখাছিল বাড়িতে। বিয়ের আগে এই চুরির ঘটনায় হতবাক পরিবারের সদস্যরা। কান্দি শহরে প্রধান রাস্তার ওপর এই চুরির ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।
আরও পড়ুন: Howrah News: বৃষ্টি হলেই জলমগ্ন জাতীয় সড়কের আন্ডারপাস, সমস্যায় মানুষ
এর আগেও কান্দি শহরের কালীবাড়ি রোডে একটি চুরির ঘটনা ঘটে। আবারও এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কান্দি শহরে। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে চুরির ঘটনায় স্হানীয় পৌর সদস্য দেবাশিস চ্যাটার্জী জানান, এই ঘটনা ভালো ভাবে দেখা হচ্ছে না। তবে পুলিশ প্রশাসনের ওপর আস্থা আছে। পুলিশ তদন্ত করে দোষীদের চিহ্নিত করবে।
কৌশিক অধিকারী