বারবার বাস মালিকদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল বেআইনি অটো গাড়ির দৌরাত্ম্য। নাজেহাল সকলে। কান্দি থেকে বহরমপুর গামী বা কুলি গামি অটোর পারমিট না থাকা সত্ত্বেও বেআইনি ভাবে রাজ্যে সড়কের ওপর চলছে অটো গাড়ি ।অটো গাড়ির দৌরাত্ম্য কমাতে বারবার প্রশাসন কে অভিযোগ করেও কোনও ফল হয়নি বলে অভিযোগ ছিল। এবার কড়া হাতে মোকাবিলা করল প্রশাসন।
advertisement
আরও পড়ুনঃ বড় সাফল্য, ফরাক্কাতে ডাকাতির আগে গ্রেফতার ৮ দুস্কৃতী
মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদ জেলা পরিবহণ দফতরের পক্ষ থেকে অভিযান চালিয়ে মোট ৮টি অটো গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। বৈধ কাগজ না দেখাতে পারার কারণেই এই অটো গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। আগামী দিনে যানজট নিয়ন্ত্রণে আনা সহ অটোর দৌরাত্ম্য কমাতে আরও অভিযান চালানো হবে পরিবহণ দফতর সূত্রে খবর।
জানা গিয়েছে, বেআইনি অটোর দৌরাত্ম্যর ফলে বাস মালিকরা মার খাচ্ছিলেন। যাত্রীরা তারা অটোতে করে গন্তব্যে পৌঁচ্ছিলেন। অন্যদিকে নিত্যদিন অটো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাণ যায় যাত্রীদের। তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন ।মুর্শিদাবাদ জেলা পরিবহণ দফতরের উদ্যোগে খুশি পথ চলতি সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রী সকলেই।
কৌশিক অধিকারী