'ডাউন টু আর্থ' অরিজিৎকে ব্যক্তিগত ভাবে যারা চেনেন এক বাক্যে এটাই বলেন। স্কুলেও তাঁর ব্যবহার ও আলাপচারিতায় একই পরিচয় পান স্কুলের নতুন শিক্ষক শিক্ষিকারা। কিন্তু যাঁদের কাছে অরিজিৎ পড়েছেন, তাঁদের কাছে তো গায়ক অরিজিতের থেকে বেশি যেন ছাত্র অরিজিৎ। স্কুলের তেমনই একজন শিক্ষিকা সুনিতা লাহিড়ী। তিনি অরিজিতের ইংরেজি দিদিমণি। যে অরিজিৎ-কে একবার চোখের দেখার জন্য, অটোগ্রাফ নেওয়ার জন্য মুখিয়ে থাকে যুব সমাজ সেই অরিজিৎ নিজের স্কুল বা শহরকে ভুলে যাননি। তাই বিদেশের মাটিতে গান করেই জিয়াগঞ্জে হাজির হন তিনি।
advertisement
আরও পড়ুন West Bardhaman News : বিবাহিত বনাম অবিবাহিতদের পায়ে পায়ে যুদ্ধ
জানা গিয়েছে, বিদেশে ছিলেন অরিজিৎ সিং। অনেকদিন লম্বা সফর করে জিয়াগঞ্জের পৈত্রিক বাড়িতে ফিরে আসেন তিনি। নিজস্ব ভঙ্গিতে সাদামাটা জামা পড়ে, একটি ব্যাগ নিয়ে হাজির হন স্কুলে। ইংরাজি শিক্ষিকা সুনীতা লাহিড়ীর সাথে দেখা করে পা ছুঁয়ে আর্শীবাদ নিতে দেখা যায়।।
ইংরেজি শিক্ষিকা সুনীতা লাহিড়ীর কথায়, স্কুল জীবন থেকেই অরিজিৎ-এর কথায় মিষ্টতা ছিল। নম্র ব্যবহার আমাদেরকে মুগ্ধ করত। স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে কত সহজে মিশে যায়, ওঁ ভীষণ ডাউন টু আর্থ। স্কুলে এল, সবার সঙ্গে কথা হয়েছে। ওঁর সঙ্গে কথা বলে খুবই ভাল লাগলো। ছাত্র যতই বড় হোক সে তো আমাদের কাছে ছাত্র।
কৌশিক অধিকারী






