টানা কয়েক দিন ধরে চলে এসবিএসটিসি'র বাস ধর্মঘট। যদিও এর আগে পরিবহন মন্ত্রীর আশ্বাসেও বন্ধ হয়নি ধর্মঘট। গত শুক্রবার থেকে ধর্মঘটে শামিল হন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অস্থায়ী কর্মীরা। ২০১৩ সাল থেকে যাঁরা বাস চালাচ্ছেন, তাঁদের স্থায়ীকরণ, মাসে ২৬ দিন কাজ, ছুটি-সহ অন্যান্য একাধিক দাবি নিয়ে আন্দোলনে সামিল হন তাঁরা। বহরমপুর সহ হলদিয়া, দিঘা, মেদিনীপুর, সিউড়ি, রামপুরহাট, বর্ধমান, দুর্গাপুর-সহ দক্ষিণবঙ্গের মোট কুড়িটি ডিপোয় অনির্দিষ্টকালের জন্য শুরু হয় বাস ধর্মঘট।
advertisement
আরও পড়ুনঃ এসবিএসটিসি'র বহরমপুর ডিপোর অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত
এই ধর্মঘটের জেরে আন্তঃজেলা সরকারি বাস পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে যায়। পুজোর মুখে প্রবল সমস্যায় পড়তে হয় মানুষকে। অবশেষে প্রত্যাহার করা হল ধর্মঘট। আপাতত লক্ষ্মী পুজো পর্যন্ত নিশ্চিন্তে চলবে বাস পরিষেবা। এমনটাই মনে করা হচ্ছে। তবে বাস চলাচল স্বাভাবিক ছন্দে ফিরতেই খুশি প্রকাশ করেছেন সাধারণ নিত্যযাত্রীরা। অবশেষে দুর্গাপুজোর আগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যাত্রীরা।
Koushik Adhikary





