রাজ্যে ক্রমশই ঊর্ধ্বগামী তাপমাত্রা। বর্তমানে প্রায় গোটা পশ্চিমবঙ্গ জুড়েই তীব্র গরম এবং তাপপ্রবাহের পরিস্থিতি। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর । মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা ইতি মধ্যেই ৪৪ডিগ্রি অতিক্রম করেছে। এমনকি দেখা নেই একফোঁটা বৃষ্টিরও। প্রবল দাবদাহে কার্যত নাজেহাল হয়ে উঠছে রাজ্যবাসী।
advertisement
দিন দিন গরম এতই বেড়ে চলেছে যে সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে এবার শুরু হয়ে গেল মিমের ছড়াছড়ি। নেটদুনিয়ার সৌজন্যে এবার নাকি উটের দেখা মিলছে রাজ্যের বিভিন্ন জেলায়। তবে এবার মুর্শিদাবাদে দেখা গেল আস্ত চারটি উট। একটি বা দুটি নয়, একসঙ্গে চারটি উটের দেখা মিলল।
সাধারণত মরুভূমি এলাকায় উটের আনাগোনা দেখা যায় , তাই উটকে মরুভূমির জাহাজ বলা হয়।
উট দেখতে ভিড় জমিয়েছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির কাবিলপুর এলাকাবাসী। মূলত উত্তর প্রদেশ থেকে এই উটগুলি আনা হয়েছে। উট দেখিয়ে খুশি করে গ্রামবাসীদের কাছে সাহায্যের আবেদন করছেন তাঁরা। যা দেখে রীতিমতো ভিড় জমেছে এলাকাবাসীরা। কেউ উটের পিঠে চেপে একটু ঘুরে বেড়াচ্ছেন। কেউ আবার আনন্দ উপভোগ করে নিচ্ছেন। কেউ কিছু খাবার তুলে দিচ্ছেন উট গুলোকে। তবে এই প্রবল গরমের মধ্যেই উটের দেখা মিলতেই এক টুকরো রাজস্থানের আমেজ যেন মুর্শিদাবাদে।