আরও পড়ুন: ১০০ বছরের পুরনো হাটের জমি বেচে দিচ্ছে মাফিয়ারা!
চার চাকা গাড়িতে করে এই জলের দরে গোলাপ বিক্রি হচ্ছে। যা দেখে আপনি বলতেই পারেন চৈত্র সেলের বাজারে এবার গোলাপের সেল। বহরমপুরের ইন্দ্রপ্রস্ত রোডে এই আকর্ষণীয় ছাড়ে গোলাপ কিনতে পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ে এই গোলাপ কিনছে তা দেখে অকাল ভ্যালেন্টাইন্স ডে মনে হতে পারে। জানা গেল এই অতি সস্তার গোলাপ মুর্শিদাবাদের কেউ বিক্রি করছেন না। কৃষ্ণনগর থেকে গাড়ি করে এসে বহরমপুরের বাজারে এই ফুল বিক্রি করছেন ব্যবসায়ীরা। ভালই বিক্রি হচ্ছে বলে জানান গোলাপ বিক্রেতা পরেশ দাস।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 11:05 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: এ যেন চৈত্র সেলের বাজারে গোলাপ সেল! জলের দরে মিলছে 'প্রেমের ফুল'