TRENDING:

Murshidabad News: এ যেন চৈত্র সেলের বাজারে গোলাপ সেল! জলের দরে মিলছে 'প্রেমের ফুল'

Last Updated:

ছরের অন্যান্য সময় যখন প্রতিটি গোলাপ সর্বোচ্চ ১০-১৫ টাকা দরে বিক্রি হয়, সেখানে ২৫-৩০ টাকা দরে এক বান্ডিল গোলাপ বিক্রি হচ্ছে শহরের রাস্তায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: জলের দরে বহরমপুরের বাজারে বিকোচ্ছে গোলাপ। বছরের অন্যান্য সময় যখন প্রতিটি গোলাপ সর্বোচ্চ ১০-১৫ টাকা দরে বিক্রি হয়, সেখানে ২৫-৩০ টাকা দরে এক বান্ডিল গোলাপ বিক্রি হচ্ছে শহরের রাস্তায়। জলের দরে গোলাপ ফুল পেয়ে সুযোগ হাতছাড়া করতে রাজি নয় ক্রেতারা‌ও। এই তীব্র গরমের মধ্যেই গোলাপ কিনতে ভিড় করছেন তাঁরা। তেমনি একজন ফুলপ্রেমী রূপক পাল বলেন, গোলাপ আমার খুব প্রিয়। এত সস্তায় পেয়ে মনটা ভরে গেল। সব বন্ধুদের গোলাপ দেব, ওদেরও ভালো লাগবে।
advertisement

আরও পড়ুন: ১০০ বছরের পুরনো হাটের জমি বেচে দিচ্ছে মাফিয়ারা!

চার চাকা গাড়িতে করে এই জলের দরে গোলাপ বিক্রি হচ্ছে। যা দেখে আপনি বলতেই পারেন চৈত্র সেলের বাজারে এবার গোলাপের সেল। বহরমপুরের ইন্দ্রপ্রস্ত রোডে এই আকর্ষণীয় ছাড়ে গোলাপ কিনতে পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ে এই গোলাপ কিনছে তা দেখে অকাল ভ্যালেন্টাইন্স ডে মনে হতে পারে। জানা গেল এই অতি সস্তার গোলাপ মুর্শিদাবাদের কেউ বিক্রি করছেন না। কৃষ্ণনগর থেকে গাড়ি করে এসে বহরমপুরের বাজারে এই ফুল বিক্রি করছেন ব্যবসায়ীরা। ভালই বিক্রি হচ্ছে বলে জানান গোলাপ বিক্রেতা পরেশ দাস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: এ যেন চৈত্র সেলের বাজারে গোলাপ সেল! জলের দরে মিলছে 'প্রেমের ফুল'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল