বালিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে উলাডাঙ্গা গ্রামে প্রায় ৮থেকে ১০ বছর আগে এই রাস্তা তৈরী হয়েছিল। কিন্তু এই রাস্তা দু -চার বছর আগেই মেরামত হওয়ার কথা ছিল। কিন্তু আজও বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা। যার ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এলাকা। নিত্য দিন যাতায়াতের সময় রীতিমতো নাজেহাল হচ্ছে গ্রামের বাসিন্দাদের। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের।
advertisement
আরও পড়ুনঃ Python Rescue: ওরে বাবা এত বড়, রেল লাইনের পাশে ওটা কী? শেষে হাঁফ ছেড়ে বাঁচলেন স্থানীয়রা
স্থানীয়রা জানাচ্ছেন, এই বেহাল রাস্তার কারণে উলাডাঙ্গার বাঁধ থেকে কোন টোটো বা যানবাহন গাড়ি গ্রামের ভেতরে আসতেই চাই না। নেতা মন্ত্রীদের দেওয়া প্রতিশ্রুতিই সার, বছরের পর বছর কেটে যাচ্ছে এইভাবে। এমনকি উলাডাঙ্গা গ্রাম ঢোকার একমাত্র সেতু, সেটিও নষ্ট হতে গিয়েছে। উলাডাঙ্গা থেকে অন্য কোথাও যেতে রীতিমত নাজেহাল হয়ে পড়তে হচ্ছে এলাকাবাসীদের। গ্রামবাসীদের আবেদন দ্রুতই রাস্তার সংস্কারের কাজ শুরু করা হোক।
কৌশিক অধিকারী