ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলা। এই জেলা দিয়ে মাদক পাচার করা হয়ে থাকে বাংলাদেশে। তবে বর্তমানে এই মাদক দ্রব্য উত্তরবঙ্গ দিয়ে পাচার করা হচ্ছে বাংলাদেশে। এই মাদক দ্রব্য ফেন্সিডিল বাংলাদেশের নেশার সামগ্রী হিসেবে বিক্রি করা হয়ে থাকে। ভারতে এই ফেন্সিডিল নিষিদ্ধ হলেও বাংলাদেশে নেশার সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। উদ্ধার হওয়া ৪৯২ বোতল ফেন্সিডিল যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ইসলামপুরে বোমা বিস্ফোরণ! আহত এক
তবে সড়ক পথে মটর বাইকে করে ফেন্সিডিল নিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। ধৃত কে মঙ্গলবার বহরমপুর জেলা আদালতে তোলা হয় সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে । এই ঘটনায় কে বা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। পুলিশের হেফাজতে নিয়ে আগামী দিনে তদন্ত করা হবে বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদ জেলাতে ফেন্সিডিল উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। কয়েক মাস আগেও এই রাণীনগরে উদ্ধার হয় ২০০ বোতল ফেন্সিডিল। আবারও উদ্ধার হল সেই ফেন্সিডিল রাণীনগরেই।
Koushik Adhikary