TRENDING:

Murshidabad News: ফরাক্কার পর রাণীনগরে দেখা মিলল কুমিরের, আতঙ্কিত বাসিন্দারা 

Last Updated:

ফরাক্কার পর এবার রানিনগরে দেখা মিলল কুমিরের। এবার কুমিরের দেখা মিলল মুর্শিদাবাদের রাণীনগর। কুমিরের দেখা মেলে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রানীনগরের ১১৭ বি এন বিএসএফ বাবনাবাদ ক্যাম্পের নীচে নদীতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদঃ ফরাক্কার পর এবার রানিনগরে দেখা মিলল কুমিরের। এবার কুমিরের দেখা মিলল মুর্শিদাবাদের রাণীনগর। কুমিরের দেখা মেলে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রানীনগরের ১১৭ বি এন বিএসএফ বাবনাবাদ ক্যাম্পের নীচে নদীতে। আর ঐ কুমির দেখার পর হুলুস্থুল পড়ে বিএসএফের মধ্যে। চোখে চোখে রাখা হয় দীর্ঘক্ষন। জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে মুর্শিদাবাদের ফারাক্কায় শেষ দেখা গেছিল কুমির। তাতে আতঙ্ক ছড়িয়েছিল সেখানে। তারপরে রানীনগরের নদীতে কুমির দেখেই হতবাক হয় স্থানীয়রাও।
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর সীমান্ত এলাকা বাসীরা স্নান করতে যান নদীতে কিন্তু এবার সেই নদীতেই কুমির দেখে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। তবে শুধু রাণীনগরে নয়, এর আগে ফরাক্কাতে দেখা মেলে কুমিরের। গত ৩১শে অক্টোবর ফরাক্কা ব্যারেজের অন্তর্গত ১২নং গেটে একটি কুমির দেখা যায়। তারপরে ফরাক্কার ডাউন ষ্টিমের গঙ্গায় পুনরায় সেই কুমির টিকে দেখা যায় বলে স্হানীয় বাসিন্দারা সুত্রে জানা গিয়েছে। অন্যদিকে স্হানীয় মৎস্যজীবিরা মাছ-ধরার সময় তাদের জালে সেই কুমির আটকে গিয়ে সেই জাল ছিড়ে বেরিয়ে যায়।

advertisement

আরও পড়ুনঃ মর্মান্তিক! গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল শিশু!

পাশাপাশি কুমিরের যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য নজরদারি চালানো হচ্ছে বলে ফরাক্কা বন দফতর সূত্রে জানা গিয়েছে। কুমিরের দেখা মিলতেই এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । স্হানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় কুমির দেখা যেতেই আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়। অন্যদিকে গত ২৯শে নভেম্বর ফরাক্কাতে দেখা মেলে ঘড়িয়ালের। মাছের জাল ফেলতেই জালে উঠে এল বিশাল আকারের ঘড়িয়াল।

advertisement

মুর্শিদাবাদের ফরাক্কার গঙ্গায় উদ্ধার একটি ঘড়িয়াল হয়। এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা বেনিয়াগ্রাম গঙ্গা ঘাটে। ঘড়িয়াল দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসীরা। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে ফরাক্কার বিট অফিসার প্রভাস কুমার মন্ডল। তবে এবার ফের মুর্শিদাবাদে দেখা মিলল কুমিরের রাণীনগরে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ফরাক্কার পর রাণীনগরে দেখা মিলল কুমিরের, আতঙ্কিত বাসিন্দারা 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল