Murshidabad News: মর্মান্তিক! গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল শিশু!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
এক সঙ্গে চার জন শিশু গঙ্গায় স্মান করতে গিয়ে তলিয়ে যাওয়ার সময় তিন জনকে উদ্ধার করা গেলেও এক জনকে শিশু এখনও নিখোঁজ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার লালপুর গঙ্গাঘাটে।
#মুর্শিদাবাদঃ এক সঙ্গে চার জন শিশু গঙ্গায় স্মান করতে গিয়ে তলিয়ে যাওয়ার সময় তিন জনকে উদ্ধার করা গেলেও এক জনকে শিশু এখনও নিখোঁজ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার লালপুর গঙ্গাঘাটে। পুলিশ সুত্রে জানাযায়, তলিয়ে যাওয়া শিশুর নাম আব্দুল আজিজ ওরফে আহিল (৭)। বাড়ি সামসেরগঞ্জ থানার লক্ষীনগর গ্রামে। বুধবার সকাল থেকে তলিয়ে যাওয়া শিশুর সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
স্থানীয় সুত্রে জানা যায়, লক্ষীনগর গ্রাম থেকে মামার বাড়ি ধুলিয়ান পুরসভা এলাকার হিজলতলা গ্রামে এসেছিলো ওই শিশু। দুপুরে চার শিশু এক সঙ্গে বাড়ি থেকে কিছুটা দূরত্বে থাকা গঙ্গায় স্মান করতে যায় বলে জানা যায়, কার্যত অসাবধানতাবশত গঙ্গায় তলিয়ে যায় চার জন শিশু। স্থানীয় বাসিন্দারা তিন শিশু কে তড়িঘড়ি উদ্ধার করলেও এক জনকে উদ্ধার করতে পারেনি। তলিয়ে যাবার খবর জানাজানি হতেই হইচই সৃষ্টি হয় গ্রামে। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসে।
advertisement
আরও পড়ুনঃ হাসপাতালে বেড কম! লাইগেশনের পর রোগীদের স্থান বাইরে!
ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ খবর দেওয়া হয় ডুবুরি টিমকে। নিখোঁজ শিশুর সন্ধানে বুধবার সকাল থেকে গঙ্গায় তল্লাশি চালাচ্ছে ডুবুরি টিম। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। তবে গঙ্গায় তলিয়ে যাওয়া প্রথম নয়। গত ৩১শে সেপ্টেম্বর একসঙ্গে তিনজনের জলে ডুবে মৃত্যু হয় লালগোলায়। মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের ময়া অঞ্চলের মুকিমনগর গ্রামের বাসিন্দা রাইজুদ্দিন শেখ আজ সকালেই জমিতে যান ভুট্টা লাগাতে, তার কিছুক্ষণ পরেই তার দুই মেয়ে রাইজুদ্দিন শেখের জন্য খাবার নিয়ে যান, তারপরে সেখানে ঘটে যায় একটি বিপদজনক ঘটনা বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আবাস যোজনায় স্বচ্ছতা আনতে উদ্যোগী কান্দি পৌরসভা
পুলিশ জানিয়েছিল মৃতের নাম, রায়ুজুদ্দিন সেখ (৪৫) ও নাফিসা সুলতানা (১১), আনিসা খাতুন (৮)। তবে তারপরে আবারও এই ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। যদিও ডুবুরি এনে নিখোঁজের খোঁজে তল্লাশি শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
Koushik Adhikary
view commentsLocation :
First Published :
December 14, 2022 5:26 PM IST