Murshidabad News: হাসপাতালে বেড কম! লাইগেশনের পর রোগীদের স্থান বাইরে!

Last Updated:

লাইগেশন করানোর পর রোগীদের স্থান পেয়েছে হাসপাতালের বাইরে। রোগীর পরিবারের দাবি একেতো শীতের মৌসুম তারপর বেড না থাকায় তাদেরকে হাসপাতালের বাইরে থাকতে হচ্ছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের ফরাক্কার বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

+
title=

#মুর্শিদাবাদঃ লাইগেশন করানোর পর রোগীদের স্থান পেয়েছে হাসপাতালের বাইরে। রোগীর পরিবারের দাবি একেতো শীতের মৌসুম তারপর বেড না থাকায় তাদেরকে হাসপাতালের বাইরে থাকতে হচ্ছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের ফরাক্কার বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রায় ২৪জন রোগী ও তার পরিবারের আত্মীয়রা বাইরে থাকলেন রাতভর। ধুলিয়ান থেকে আসা এক রোগীর পরিবারের অভিযোগ, যে তাদেরকে আজ সকাল ডাকা হয় হাসপাতালে অপারেশন লাইগেশনের জন্য। এখানে চিকিৎসক মাত্র একজন। চারজন চারজন করে লাইগেশন অপারেশন করা হচ্ছে। আর সকাল থেকে হাসপাতালের বাইরে বসে আছি। কারণ বেড না থাকার কারণে তারা বাইরে স্থান পেয়েছে।
শীতের মরশুমে ঠান্ডার মধ্যে বাইরে থাকতে হল রোগীদেরকে সারারাত। কষ্ট হলেও বাইরেই থাকতে হচ্ছে। অন্য রোগীর অভিযোগ, সকাল থেকেই বাইরে আছি। শীতের মরশুমে ঠান্ডা পড়ছে। অপারেশন না করার আগে থেকেই বাইরে বসিয়ে রাখা আছে। কোন খোঁজ খবর নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ বলেই অভিযোগ উঠেছে। যদিও বা ডাক্তারের সজল পন্ডিত জানান, লাইগেশনের জন্য ২৪জন রোগী কে আনা হয়েছিল। আমাদের ৩০ বেডের হাসপাতাল। তবে বেডের থেকেও রোগীর সংখ্যা বেশি।
advertisement
আরও পড়ুনঃ পিছু ছাড়ছে না বিতর্ক! আবাস যোজনা নিয়ে বিডিও অফিসে বিক্ষোভ মহিলাদের
পাশাপাশি, যে বেড কম থাকলেও তাদেরকে হাসপাতালের ভেতরে সবাইকে অ্যাডজাস্ট করে থাকতে বলা হয়েছিল। অথচ রোগীর পরিবার রোগীকে নিয়ে বাইরে গিয়ে থাকছে। বিষয়টা আমরা দেখছি। তবে ইচ্ছাকৃত ভাবে বাইরে আছেন রোগী ও রোগীর পরিবার। তবে হাসপাতালে ডাইরিয়া সহ অন্যান্য রোগী ভর্তি। আমাদের হাসপাতাল ছোট হাসপাতাল, বেড সংখ্যা বৃদ্ধি করা হলে সমস্যা সমাধান হয়।
advertisement
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: হাসপাতালে বেড কম! লাইগেশনের পর রোগীদের স্থান বাইরে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement