গ্রামবাসীদের অভিযোগ, ঘরের তালিকা আসার পর ২০ হাজার টাকা করে উপভোক্তাদের থেকে চেয়েছেন পঞ্চায়েত সদস্য খান জাকির হোসেন। তিনি নাকি বলেছেন, টাকা না দিলে অ্যাকাউন্টটে টাকা ঢুকবে না। এই নিয়ে বুধবার সকালে রানিনগর-১ ব্লকের বিডিও অফিস ঘেরাও করেন আবাস যোজনার তালিকায় নাম থাকা গ্রামবাসীরা। পঞ্চায়েত প্রধান ও বিডিওর সঙ্গে বিক্ষোভকারীরা দেখা করতে চান। যদিও পুলিশ সেই দাবি মানেনি। এমনকি গ্রামবাসীদের বিডিও অফিসে ঢুকতে দেয়নি বলেও অভিযোগ উঠেছে।
advertisement
আরও পড়ুন: পুরুষদের পাশাপাশি মহিলারাও খোলা মাঠে শৌচকর্ম সারছেন!
ক্ষুব্ধ গ্রামবাসীরা জানান, ভাঙা মাটির বাড়িতে বসবাস করলেও অনেকের নাম ওঠেনি আবাস যোজনার তালিকায়। অথচ পঞ্চায়েত সদস্য থেকে প্রধান, তাঁদের আত্মীয়-স্বজনের নামে ভর্তি তালিকা। গ্রামবাসীরা নতুন করে আবাস যোজনার সার্ভে করার দাবি তুলেছেন। এর পাশাপাশি তালিকায় নাম থাকাদের কাছ থেকে ২০ হাজার টাকা করে কাটমানি চাওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন তাঁরা। এই বিক্ষোভে সামিল হয়েছিলেন গ্রামের বয়স্করাও।
কৌশিক অধিকারী