এবার আবাস যোজনার স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার সকালে মুর্শিদাবাদ থানার অন্তর্গত তেতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সামনেই গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। আবাস যোজনায় বেনিয়মের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে এলাকাবাসীরা।
গ্রামবাসীদের দাবি, আবাস লিস্টে আছে তৃণমূল নেতার আত্মীয়দের নাম । সেই ক্ষোভ এবার গড়াল রাস্তায়। শুক্রবার সকালে অবরোধ শুরু হয় তেঁতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সামনেই। অবরোধের জেরে দীর্ঘক্ষণ আটকে রয়েছে পন্যবাহী গাড়ি থেকে ছোট বড় সমস্ত রকম গাড়ি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুর্শিদাবাদের পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘক্ষণ পর অবরোধ চলার পর অবশেষে অবরোধ তুলে দেয় পুলিশ প্রশাসন।
advertisement
আরও পড়ুন: আবাসের ঘর না পেয়ে প্রধানকে মারধর, মারাত্মক অবস্থা ভগবানগোলায়
গ্রামের বাসিন্দা আজমল সেখ অভিযোগ করেন, আমার ঘরের টাকা অনুমোদন করে আমার নামে।কিন্তু আমি ২০হাজার টাকা না দিতে পারার জন্য আমি ঘর পাইনি। আমি মাটির বাড়িতে বসবাস করি, কিন্তু এরপরেও আমি ঘর পাইনি। যারা সাধারণ মানুষ মাটির বাড়িতে বসবাস করে যারা পাওয়ার যোগ্য তারা অনেকেই ঘর পাইনি বলে অভিযোগ করেন বিক্ষোভকারী আজমল সেখ।
আরও পড়ুন: শোভনদেবের ফোন ধরবেন না শুভেন্দু, দাবি আদায়ে দিল্লিতে একাই লড়বে তৃণমূল!
বিক্ষোভকারী আসাদুল মন্ডল জানান, গ্রামের বাসিন্দা ও সাধারণ মানুষ যারা ঘর পাওয়ার যোগ্য, তারা ঘর পায়নি। কিন্তু গ্রামে যাদের দ্বিতল বাড়ি আছে , তাদের ঘর দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ করেই আজকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি।
পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা পাওয়ার যোগ্য অনেকের নাম বাদ গিয়েছে। একটি তালিকা প্রকাশ হয়েছে আর তার জেরেই ক্ষোভ বহিঃপ্রকাশ হয়েছে । পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের সহযোগিতায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেওয়া হয়েছে।