মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে সেরিকালচার নিয়ে দুই বছরের এই স্নাতকোত্তর কোর্সে রয়েছে মোট চারটি সেমিষ্টার। কলেজের স্নাতক ডিগ্রি সম্পন্ন হলেই এই কোর্সে ভর্তি হতে পারবেন। এগ্রিকালচার, সেরিকালচার, হর্টিকালচার, জুয়োলজি ও বোটানি এই বিষয় গুলিতে সাম্মানিক স্নাতক স্তরে ৪৫শতাংশ নম্বর থাকলেই ফর্ম পূরণের জন্য আবেদন করা যাবে। বর্তমানে মোট আসন সংখ্যা ৩০।
আরও পড়ুনঃ ৮ ফুট দাড়ি নিয়ে গিনেস বুক অফ রেকর্ডসে নাম তুলতে চান জাবিরুল সেখ
advertisement
সেরিকালচার নিয়ে স্নাতকোত্তর পড়ার খরচ-
- প্রথম সেমিস্টার খরচঃ ৩,৮৫০/-,
- দ্বিতীয় সেমিস্টারে ২,৯৫০/-
- তৃতীয় সেমিষ্টারে ৩,৯৫০/
- চতুর্থ সেমিষ্টারে ৩,০৫০/- ।
মোটঃ ১৩, ৮০০/-
মোট আসন সংখ্যাঃ ৩০
- জেনারেল- ১৫,
- জেনারেলPwd- ১,
- এসসি- ৫,
- এসসিpwd- ১,
- এসটি- ১,
- এসটিpwd-১,
- ওবিসিA-২,
- ওবিসিA pwd-১,
- ওবিসিB-১,
- ওবিসিB pwd-২
আরও পড়ুনঃ কালবৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, ভেঙে পড়ল গাছ
অনার্স সহ গ্র্যজুয়েশন সম্পন্ন হলেই আবেদন করা যাবে। সরকারী ভাবে বিজ্ঞপ্তি জারি করা হলেই ওয়েবসাইট থেকে দেখে আবেদন করা যাবে।
ওয়েব সাইট-
https://www.murshidabaduniversity.ac.in/
ঠিকানা- মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ১, শহীদ সুর্যসেন রোড। গোরাবাজার। বহরমপুর। পিনঃ ৭৪২১০১।
Koushik Adhikary