TRENDING:

Murshidabad: মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে সেরিকালচার দুই বছরের স্নাতকোত্তর কোর্স

Last Updated:

সেরিকালচার নিয়ে কি স্নাতকোত্তর করতে চান? ভাবছেন ভবিষ্যত বানাবেন রেশম শিল্পকে কেন্দ্র করে? তাহলে এই তথ্য জানতেই হবে আপনাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুরঃ সেরিকালচার নিয়ে কি স্নাতকোত্তর করতে চান? ভাবছেন ভবিষ্যত বানাবেন রেশম শিল্পকে কেন্দ্র করে? তাহলে এই তথ্য জানতেই হবে আপনাকে। বহরমপুরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এমএসসি সেরিকালচার। ২০১৮ সালে পথচলা শুরু হয় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের। সম্প্রতি বহরমপুর কৃষ্ণনাথ কলেজে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন শুরু হয়েছে। রেশম চাষ থেকে রেশম শিল্প এবং সেই নিয়ে গবেষণা, সব কিছুই সেরিকালচারের মধ্যে পড়ে। সেরিকালচার নিয়ে পড়লে রাজ্যের সরকারি দফতর ও কেন্দ্রীয় সরকারের কিছু নির্দিষ্ট বিভাগে কাজের সুযোগ পাওয়া যাবে। এম এসসি করা থাকলে গবেষক পদে ও অনার্স থাকলে ফিল্ড অ্যাসিসট্যান্ট, টেকনিকাল অ্যাসিসট্যান্ট পদে কাজের সুযোগ আছে। সুযোগ আছে স্বনির্ভর হয়ে শিল্পোদ্যোগী হওয়ারও।
advertisement

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে সেরিকালচার নিয়ে দুই বছরের এই স্নাতকোত্তর কোর্সে রয়েছে মোট চারটি সেমিষ্টার। কলেজের স্নাতক ডিগ্রি সম্পন্ন হলেই এই কোর্সে ভর্তি হতে পারবেন। এগ্রিকালচার, সেরিকালচার, হর্টিকালচার, জুয়োলজি ও বোটানি এই বিষয় গুলিতে সাম্মানিক স্নাতক স্তরে ৪৫শতাংশ নম্বর থাকলেই ফর্ম পূরণের জন্য আবেদন করা যাবে। বর্তমানে মোট আসন সংখ্যা ৩০।

আরও পড়ুনঃ  ৮ ফুট দাড়ি নিয়ে গিনেস বুক অফ রেকর্ডসে নাম তুলতে চান জাবিরুল সেখ

advertisement

সেরিকালচার নিয়ে স্নাতকোত্তর পড়ার খরচ-

View More

  • প্রথম সেমিস্টার খরচঃ ৩,৮৫০/-,
  • দ্বিতীয় সেমিস্টারে ২,৯৫০/-
  • তৃতীয় সেমিষ্টারে ৩,৯৫০/
  • চতুর্থ সেমিষ্টারে ৩,০৫০/- ।

মোটঃ ১৩, ৮০০/-

মোট আসন সংখ্যাঃ ৩০

  • জেনারেল- ১৫,
  • জেনারেলPwd- ১,
  • এসসি- ৫,
  • এসসিpwd- ১,
  • এসটি- ১,
  • এসটিpwd-১,
  • ওবিসিA-২,
  • ওবিসিA pwd-১,
  • ওবিসিB-১,
  • ওবিসিB pwd-২

আরও পড়ুনঃ কালবৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, ভেঙে পড়ল গাছ

advertisement

অনার্স সহ গ্র্যজুয়েশন সম্পন্ন হলেই আবেদন করা যাবে। সরকারী ভাবে বিজ্ঞপ্তি জারি করা হলেই ওয়েবসাইট থেকে দেখে আবেদন করা যাবে।

ওয়েব সাইট-

https://www.murshidabaduniversity.ac.in/

ঠিকানা- মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ১, শহীদ সুর্যসেন রোড। গোরাবাজার। বহরমপুর। পিনঃ ৭৪২১০১।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে সেরিকালচার দুই বছরের স্নাতকোত্তর কোর্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল