এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি সাব-ডিভিশনের বিভিন্ন এলাকার ৬১ টি স্কুলের প্রায় ৬৫০ জন ছাত্রছাত্রী। সংখ্যালঘু সমাজে বাল্য বিবাহের ঘটনা প্রায়শই দেখা যায় । অভিযোগ দায়ের হয় থানাতেও। তাই সেই পরিস্থিতি মোকাবিলায় স্কুল পর্যায় পড়ুয়াদের সচেতনতা বাড়াতেই পুলিশের উদ্যোগ গ্রহণ করল। বাল্যবিবাহ রোধে প্রশাসন কঠোর মনোভাব নিলেও কিছুতেই বন্ধ হচ্ছে না বলে অভিযোগ। গ্রামীন এলাকায় নিত্যদিন চলে এই বাল্যবিবাহ ঘটনা। শুধু তাই নয়, বর্তমানে অধিকাংশ ছাত্র ও ছাত্রীরা মোবাইল ফোনের সীমাবদ্ধ।
advertisement
আরও পড়ুনঃ পড়ুয়াদের হাতে তৈরি বিজ্ঞান মডেল! খুদে বিজ্ঞানী প্রতিযোগিতার আয়োজন
মোবাইল গেমের বুঁদ তারা। ফলে বৃদ্ধি হচ্ছে সাইবার ক্রাইমের মতো অপরাধ। আর তার জেরেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। কান্দি মহকুমার বিভিন্ন পুলিশ স্টেশন থেকে ১৫০ জন ইমাম রা যোগদান করেছিল। উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক শ্রী নবীন চন্দ্র, কান্দি মহকুমা পুলিশ আধিকারিক সাগর রানা, কান্দি থানার আই.সি সুভাষ ঘোষ সহ কান্দি মহকুমার সমস্ত ওসিরা। এছাড়াও উপস্থিত অনুষ্ঠানে আগত সকল শিক্ষার্থীদের মধ্যে চারা গাছ বিতরণ করা হয়।
Koushik Adhikary