খড়গ্রাম থানার রতনপুর গ্রামে আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ গ্রেফতার করা হয় ৯ দুষ্কৃতীকে। বুধবার রাতে অতর্কিতে হানা দিয়েই সাফল্য পায়ে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, একটি বারুদ ভর্তি কার্তুজ ও একটি খালি কার্তুজ।
আরও পড়ুন: বৃদ্ধা খুনে গ্রেফতার ছেলে ও বৌমা! নৃশংস ঘটনার কথা শুনলে গায়ে কাঁটা দেবে
advertisement
সূত্রের খবর, বুধবার রাতে খড়গ্রামের রতনপুর গ্রামে গুলি চলে। খবর পেয়ে অভিমানে নামে পুলিশ। হাতেনাতে ৯ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সামিরুল ইসলাম, রবিউল শেখ, তাহাজুদ্দিন শেখ, জাহিরুল হোসেন, হাসিবুল শেখ, নারুল ইসলাম, নারাজুল শেখ, দুলাল শেখ, হানিফ শেখ । ধৃতদের সকলের বাড়ি খড়গ্রাম থানার অন্তর্গত বিবিনগর গ্রামে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ১৮৮, ১৮৯, ৩০৭, ৩৩২, ৩৩৩, ৩৫৩, আইপিসি ও ২৫/২৭/২৮ আর্মস অ্যাক্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হয়। জাহিরুল হোসেন নাবালক হওয়ায় তাকে বহরমপুরের জুভেনাইল আদালতে পাঠানো হয়। বিচারক সামিরুল ইসলাম, রবিউল শেখ, তাহাজুদ্দিন শেখের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বাকি পাঁচজনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
ধৃতদের কাছ থেকে হাঁসুয়া, লাঠি, রড, একটি আগ্নেয়াস্ত্র ও বারুদ ভর্তি একটি কার্তুজ ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
কৌশিক অধিকারী