Murshidabad News: বৃদ্ধা খুনে গ্রেফতার ছেলে ও বৌমা! নৃশংস ঘটনার কথা শুনলে গায়ে কাঁটা দেবে
Last Updated:
বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের রানীনগর থানার শ্যামদাসদিয়াড়ে সকালে বেলায় মুনজুরা বেওয়া নামের এক বৃদ্ধার দেহ উদ্ধার করে রানীনগর থানার পুলিশ।
মুর্শিদাবাদঃ বৃহস্পতিবার সাত সকালেই মুর্শিদাবাদের রানিনগরে খুন হল এক বৃদ্ধা। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের রানীনগর থানার শ্যামদাসদিয়াড়ে সকালে বেলায় মুনজুরা বেওয়া নামের এক বৃদ্ধার দেহ উদ্ধার করে রানীনগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের বাড়িতেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই বৃদ্ধা মুজজুরা বেওয়া। মুজজুরা বেওয়ার বৌমার দিকে অভিযোগের আঙুল তুলছেন প্রতিবেশীরা। ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় । পরে রানীনগর থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। আটক করা হয় মৃতার বৌমা রুনা লাইলা এবং ছেলে টিংকু রহমানক। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
advertisement
advertisement
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, 'বৃহস্পতিবার সকালে জানতে পারি গলায় একাধিক দাগ রয়েছে। ছেলে ও বৌমা এই খুন করেছেন। গৃহবধূর অন্য জায়গায় প্রনয় ঘটিত সম্পর্ক রয়েছে আর সেই কারণেই এই খুন করা হয়েছে। আমরা দোষীদের ফাঁসির দাবি করছি।'
advertisement
মৃত মহিলার মেয়ে রিঙ্কু খাতুন জানান, 'আগে একাধিকবার ঝামেলা হয়েছিল। জমি সংক্রান্ত নিয়ে বিবাদ তৈরি হয়, পাশাপাশি গৃহবধূর অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক লিপ্ত আছেন। সেই কথা জানতে পারার কারণেই এই হত্যা করা হয়েছে।' মা কে ইচ্ছে করে দাদা ও বৌদি খুন করেছে বলে অভিযোগ করেছেন মৃতের কন্যা। অন্যদিকে এই ঘটনার জেরে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন । কি কারণে এই হত্যা তারও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে ।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 02, 2023 7:16 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বৃদ্ধা খুনে গ্রেফতার ছেলে ও বৌমা! নৃশংস ঘটনার কথা শুনলে গায়ে কাঁটা দেবে