Mamata Banerjee: 'ছারপোকা কামড়ালেও কেন্দ্রীয় দল আসছে...', বর্ধমানের সভা থেকে তুমুল তোপ মুখ্যমন্ত্রীর

Last Updated:

Mamata Banerjee: বর্ধমানের গোদার মাঠে দুই বর্ধমান জেলাকে নিয়ে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিষেবা উপভোক্তাদের হাতে তুলে দেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
বর্ধমান: বারে বারে সেন্ট্রাল টিম পাঠাচ্ছে, ছারপোকা কামড়ালেও সেন্ট্রাল টিম আসছে। কালী পটকা ফাটলেও সেন্ট্রাল টিম আসছে। 'বর্ধমানের সভা থেকে কেন্দ্রের বার বার টিম পাঠানোর কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজের টাকা আটকে দেওয়ার জন্য কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি। এদিন বর্ধমানের গোদার মাঠে দুই বর্ধমান জেলাকে নিয়ে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিষেবা উপভোক্তাদের হাতে তুলে দেন তিনি। সেই সঙ্গে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ছারপোকা কামড়ালেও সেন্ট্রাল টিম আসছে। কালী পটকা ফাটলেও সেন্ট্রাল টিম আসছে। কে কোন জামা কাপড় পরল তা দেখতেও আসছে সেন্ট্রাল টিম। কে ডিম খেল, কে আলু ভাজা খেল তাও দেখতে সেন্ট্রাল টিম পাঠিয়ে দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
এরপরই তিনি বলেন, সেন্ট্রাল টিমের হাত দিয়ে ১০০ দিনের বকেয়া কাটা টাকা পাঠান। এই টাকা না পেলে বাংলা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। কেন্দ্রের কড়া সমালোচনা করে তিনি বলেন, একশ দিনের টাকা আটকে দেওয়া হচ্ছে, বাড়ি তৈরির টাকা আটকে দেওয়া হচ্ছে। গ্যাসের দাম পাঁচশো টাকা বাড়িয়ে চার টাকা কমিয়ে তা ফলাও করে প্রচার করা হচ্ছে।
advertisement
তিনি বলেন, জোতদারদের মত সব লুট করে নিয়ে যাচ্ছে কেন্দ্র। বেকারদের চাকরি দেবে বলেছিল। শুধু ভাঁওতা। মিথ্যার সরকার চলছে কেন্দ্রে। কাজের জন্য একটা স্কুটার থাকলেও তাকে আর বাড়ি দেওয়া হচ্ছে না। ছলনাকারী সরকার চলছে। প্রতিটি রাজ্যে বিরোধীদল গুলির সঙ্গে এই ব্যবহার করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্য গুলিতে অত্যাচার সন্ত্রাস দাঙ্গা করা ছাড়া তাদের কোন কাজ নাই।
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঐক্যশ্রীর টাকা অনেক ক্ষেত্রে বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা তা চালিয়ে যাচ্ছি। ছাত্র-ছাত্রীরাই ভবিষ্যৎ। আমরা চাই তারা শিক্ষিত হোক। বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, "যত গালাগালি দাও। আমার মুখ বন্ধ করা যাবে না। গরিবের জন্য কথা বলে যাব।"
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee: 'ছারপোকা কামড়ালেও কেন্দ্রীয় দল আসছে...', বর্ধমানের সভা থেকে তুমুল তোপ মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement