TRENDING:

Murshidabad News: মুর্শিদাবাদে শুরু দাতা-বাবার মেলা, উপচে পড়ছে ভিড়

Last Updated:

মুর্শিদাবাদে শুরু হল দাতা-বাবার মেলা। ভিড় করে আসছেন সব ধর্মের মানুষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: মেলা মানেই মানুষের মিলনস্থল। আর আমাদের বাংলায় যেহেতু বিভিন্ন ধর্মের মানুষের বসবাস এবং একে অপরের উৎসবে জমিয়ে অংশগ্রহণ করে, তাই এখানে উৎসবের সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি। ওই কথায় আছে না বাঙালির বারো মাসে তেরো পার্বণ! বাঙালির উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে মেলা। যেকোনও উৎসবেই মেলা বসতে দেখা যায়। আর সেই মেলাকে কেন্দ্র করে বহু লোক সমাগম‌ও হয়। ঠিক তেমনই একটি মেলা হল মুর্শিদাবাদের খড়গ্রামের 'দাতা বাবার মেলা'। গ্রামবাংলায় এই মেলার জনপ্রিয়তা ব্যাপক। এটি আদতে ইসলাম সম্প্রদায়ের অনুষ্ঠান হলেও সব ধর্মের মানুষ এই মেলায় আসেন।
advertisement

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৩৫৪ তম দাতা বাবার মেলা। অন্যান্য বছরের মত এবারও শুরুর দিন থেকেই উপচে পড়ছে মানুষের ভিড়। করোনা মহামারির জন্য গত দু'বছর এমন জমজমাট মেলা করার উপনিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। তবে এই বছর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকায় ফের আগের মতই শুরু হয়েছে দাতাবাবার মেলা

আরও পড়ুন: করোনা কাল কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেন মতিঝিলের ব্যবসায়ীরা

advertisement

এই বছর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব আখতারুজ্জামান, খড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিষ মার্জিত, নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা।

View More

মন্ত্রী আখতারুজ্জামান বলে, এটা বহু বছরের পুরনো মেলা। এর বয়স প্রায় ৩৫৪ বছর হল। এই মেলায় বহু লোকের সমাগম হয়। এলাকার মানুষ এই মেলার জন্য অপেক্ষা করে থাকেন।

advertisement

দাতা বাবার মেলার বৈশিষ্ট্য হল, সব ধর্ম নির্বিশেষে মানুষ মনে করে পীর দাতা বাবা খুবই জাগ্রত। তার কাছে কিছু প্রার্থনা করলে সেই মনস্কামনা অবশ্য‌ই পূর্ণ হবে। তাই মেলার সময় বহু মানুষ মানসিক করতে আসেন।

করোনার জন্য বন্ধ থাকার পর এই বছর ফের মেলা শুরু হ‌ওয়ায় ভিড় যেন আর‌ও বেশি। মেলা এখন বেশ কিছু দিন ধরেই চলবে। দর্শনার্থীদের জন্য মেলায় সব রকম ব্যবস্থা আছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মুর্শিদাবাদে শুরু দাতা-বাবার মেলা, উপচে পড়ছে ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল