বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৩৫৪ তম দাতা বাবার মেলা। অন্যান্য বছরের মত এবারও শুরুর দিন থেকেই উপচে পড়ছে মানুষের ভিড়। করোনা মহামারির জন্য গত দু'বছর এমন জমজমাট মেলা করার উপনিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। তবে এই বছর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকায় ফের আগের মতই শুরু হয়েছে দাতাবাবার মেলা
আরও পড়ুন: করোনা কাল কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেন মতিঝিলের ব্যবসায়ীরা
advertisement
এই বছর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব আখতারুজ্জামান, খড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিষ মার্জিত, নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা।
মন্ত্রী আখতারুজ্জামান বলে, এটা বহু বছরের পুরনো মেলা। এর বয়স প্রায় ৩৫৪ বছর হল। এই মেলায় বহু লোকের সমাগম হয়। এলাকার মানুষ এই মেলার জন্য অপেক্ষা করে থাকেন।
দাতা বাবার মেলার বৈশিষ্ট্য হল, সব ধর্ম নির্বিশেষে মানুষ মনে করে পীর দাতা বাবা খুবই জাগ্রত। তার কাছে কিছু প্রার্থনা করলে সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। তাই মেলার সময় বহু মানুষ মানসিক করতে আসেন।
করোনার জন্য বন্ধ থাকার পর এই বছর ফের মেলা শুরু হওয়ায় ভিড় যেন আরও বেশি। মেলা এখন বেশ কিছু দিন ধরেই চলবে। দর্শনার্থীদের জন্য মেলায় সব রকম ব্যবস্থা আছে।
কৌশিক অধিকারী





