Murshidabad Tourism: করোনা কাল কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেন মতিঝিলের ব্যবসায়ীরা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
করোনা মহামারী পর্যটন ক্ষেত্রে ভয়ঙ্কর আঘাত হেনেছিল। নবাবের জেলা মুর্শিদাবাদের অবস্থাটা আরও করুন ছিল। তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা
#মুর্শিদাবাদ: কোভিড বিশ্বজুড়ে পর্যটন ক্ষেত্রে ভয়ঙ্কর ধাক্কা দিয়েছিল। অন্যান্য জায়গার মতো এই বাংলাতেও পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত কয়েক লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েন। একই পরিস্থিতি তৈরি হয়েছিল নবাবের জেলা মুর্শিদাবাদেও। এমনিতেই এই জেলায় বহু পর্যটন ক্ষেত্র আছে ফলে এখানে প্রভাব আরও বেশি ছিল। তবে গত দু'বছরের ঘাটতি মিটিয়ে ফের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে মুর্শিদাবাদের মতিঝিল পার্কের ব্যবসায়ীরা।
শীত মানেই পর্যটনের মরসুম। এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকায় সেই পুরানো উৎসাহ ফিরে এসেছে মানুষের মধ্যে। ফলে মুর্শিদাবাদের হাজারদুয়ারীতে ঘুরতে আসছেন পর্যটকরা। ক্রমশই তাদের সংখ্যা বাড়ছে। আর তাতে যথেষ্ট খুশি প্রকৃতি তীর্থের পাশে থাকা ব্যবসায়ীরা।
advertisement
advertisement
প্রকৃতী তীর্থ একদা মতিঝিল নামে পরিচিত ছিল। বিশাল এলাকা নিয়ে গঠিত এই মতিঝিল পার্ক। এই পার্কের বাইরে পসরা সাজিয়ে নানান জিনিস বিক্রি করেন ব্যবসায়ীরা। এদের মধ্যে কেউ কুড়ি বছর, কেউ বা পনেরো বছর ধরে ব্যবসা করছেন। তবে করোনা এসে এঁদের প্রত্যেকেরই মুখের ভাত কেড়ে নিয়েছিল।
মহামারির জেরে গত দু'বছর এই সময় বন্ধ ছিল মুর্শিদাবাদের বিভিন্ন পর্যটন কেন্দ্র। মতিঝিলও বন্ধ ছিল। এর ভয়ঙ্কর প্রভাব পড়েছিল পর্যটন ব্যবসায়ী ও স্থানীয় দোকানদারদের উপর। তবে সেই দুর্বিষহ সময় কাটিয়ে ফের পুরনো ছন্দে ফিরছেন এখানকার ব্যবসায়ীরা। চলতি বছর যেভাবে পর্যটকরা আসছেন তাতে গত দু'বছরের ঘাটতি অনেকটাই মিটে যাবে বলে আশা ব্যবসায়ীদের। পর্যটকরাও বেশ খুশি।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 06, 2023 12:09 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Tourism: করোনা কাল কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেন মতিঝিলের ব্যবসায়ীরা
