এই অনাবৃষ্টির থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে নিজেদের পাপের কথা স্মরণ করা ও এই মূহুর্তে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করা হল। বর্ষার আগেই আবহাওয়া দফতরের পুর্বাভাস অনুযায়ী জানানো হয়েছিল মুর্শিদাবাদ জেলায় স্বাভাবিক বৃষ্টি হবে। কিন্তু পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়নি এখনও পর্যন্ত। তাই জেলার ভগবানগোলায় ইট ভাটার মাঠে বৃষ্টির প্রার্থনা করলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন।
advertisement
আরও পড়ুনঃ তরুণী ছাত্রীকে খুনের ঘটনায় ৫৪জন স্বাক্ষীর নাম সহ ৭৫দিনের মাথায় চার্জশিট পেশ
বৃষ্টি না হওয়ার কারণেই ইতি মধ্যেই মাথায় হাত পড়েছে জেলার পাট চাষীদের। পাশাপাশি ধান চাষেও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। তাই খোদা তালার কাছে নামাজের মাধ্যমে এখন একটাই প্রার্থনা, তা হল বৃষ্টি। তাই শ্রাবণ মাস পড়ে গেলেও এখন আকাশের দিকে তাকিয়ে আছেন সকলেই। কবে হবে বৃষ্টি। কবে ফিরবে স্বস্তির নিঃশ্বাস।
KAUSHIK ADHIKARY